নিত্য নতুন সিরিয়ালের দাপটে এক পর এক শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সব সিরিয়াল। স্টার জলসার পর্দায় ইতিমধ্যেই শেষ হয়েছে ‘বৌমা এক ঘর’ থেকে শুরু করে ‘খড়কুটো’ এবং ‘মন ফাগুন’ (Monphagun)-এর মতো সিরিয়াল। এইভাবে দিনের পর দিন পছন্দের সব সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় বেশ চিন্তায় রয়েছেন বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকরা।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের মন ফাগুন সিরিয়ালে ঋষি-পিহুর মন পাগল করা ভালোবাসার কাহিনী খুব অল্পদিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। এই ধারাবাহিকে পিহুর (Pihu) চরিত্রে সৃজলা অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিযেন অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। প্রসঙ্গত শুরু থেকেই স্টার জলসার পর্দায় মন ফাগুন সম্প্রচারিত হতো সন্ধ্যা সাড়ে আটটায় স্লটে।
পরবর্তীতে তাদের কড়া টক্কর দিতে চলে আসে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokhikakima Superstar)। যার ফলে টিআরপিতে একেবারে ধরাশায়ী হয়ে পড়ে এই সিরিয়াল। শেষমেষ দিনের পর দিন কম টিআরপির কারণে অসময়ে বন্ধ করে দেওয়া হল ঋষি-পিহুর মন পাগল করা ভালবাসার গল্প মনফাগুন। প্রসঙ্গত মনফাগুন ছিল সৃজলার প্রথম সিরিয়াল।
তার আগে যদিও ‘জামাই বরণ’ নামে একটি সিনেমায় প্রাক্তন প্রেমিক রোহন ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল সৃজলাকে। তবে মন ফাগুনের পিহু চরিত্রের হাত ধরেই অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। সিরিয়ালের কাজ শেষে এখন হাতে কোন কাজ নেই অভিনেত্রীর। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বরাবরই একটিভ থাকেন সৃজলা।
আর এখন সিরিয়াল শেষের পর সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জিন্স টপ পড়া একটা ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘সব সময় মনে রাখবেন প্রতিটি সকালের আশীর্বাদ। তাতে আপনি যে কোন পরিস্থিতিতেই থাকুন না কেন’। সেই ছবিতে দেখা যাচ্ছে সৃজলার পরনে রয়েছে ফাটা জিন্স আর সিম্পল একটা টপ।
সেই জিন্স দেখে চরম খিল্লি শুরু করেছেন মনফাগুন সিরিয়ালের চির প্রতিদ্বন্দ্বী সিরিয়াল লক্ষী কাকিমা সুপারস্টারের ফ্যানরা। কেউ লিখেছেন বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে নাকি? আবার কেউ লিখেছে জিন্স ফেটে গেল! আবার কেউ লিখেছেন ‘প্যান্ট পরার থেকে না পরা ভালো’।