দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদা পূরণের পাশাপাশি টিআরপি তালিকায় বড়সড় বদল আনতে নিত্যনতুন সিরিয়াল এনে রীতিমতো চমক দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)। অল্প কয়েকদিনের মধ্যেই ঋষি-পিহুর এই মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়েছে দর্শকদের।
টিভির পর্দায় প্রিয় জুটি ঋষি পিহুর ঝগড়া, খুনসুটি থেকে রোম্যান্স সবকিছুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। তাই সারাদিনে যতই কাজ থাকুক না কেন স্টার জলসার পর্দায় এই সিরিয়াল দেখতে বসে সকলেই। সিরিয়ালের একটাও এপিসোড মিস করতে চাননা কেউ। তাই দর্শকদের ভালোবাসায় বেশ কিছুদিন ধরেই টি আর পি তালিকার প্রথম সারিতে উঠে এসেছে এই সিরিয়াল।
সিরিয়ালে ঋষিরাজ এবং প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নবাগতা সুন্দরী অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সত্যিটা না জানলেও বিগত বেশ কয়েকদিন ধরে মিস বৃষ্টি বাড়িকে চোখে হারাচ্ছে ঋষি। নিজের অজান্তেই ছোটো বেলার ভালোবাসা পিহুর প্রতি এক অদ্ভুত ভালোলাগা তৈরি হয়েছে তার।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে ঋষির সাথে প্রিয়াঙ্কার বিয়ে দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করছে পিহু। অন্যদিকে প্রিয়াঙ্কা কে ঋষির সাথে বিয়ের ফেলে তার বাবা যুধাজিৎ বাবুর সমস্ত গোপন তথ্য হাতিয়ে নিয়েছে পিহু। কিন্তু তার অজান্তেই প্রিয়াঙ্কা তলে তলে নিজের বাবাকে সব বলে দিয়েছে। এমন সময় পিহুকে ঋষি বলে সে এত সহজে তাকে তার জীবন থেকে যেতে দেবে না। তখনই পিহু বলে প্রিয়দর্শিনী ফিরে এলে এমনিতেই তার আর প্রয়োজন থাকবে না।
এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন ধামাকাদার প্রোমো। এই ভিডিওতে দেখা গেছে প্রিয়াঙ্কার থেকে ঠিকানা নিয়ে একাই সমস্ত প্রমাণ জোগাড় করতে লেগে পড়েছে পিহু। আচমকা তার গর্দানে ইনজেকশন বসিয়ে দেওয়া হয়। এরপরেই দেখা যায় প্রিয়াঙ্কাকে ঋষি জানিয়ে দেয় মিস বৃষ্টি বাড়ি না আসা পর্যন্ত সে কিছুতেই বিয়ের পিঁড়িতে বসবে না। অন্যদিকে দেখা যায় হাত বেঁধে জল ভর্তি বাথ চবে ডুবিয়ে দেওয়া হয়েছে পিহু কে। এই পর্ব টিভির পর্দায় মুখিয়ে রয়েছেন দর্শক।
View this post on Instagram