• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব বাধা পেরিয়ে এবার অ্যারেঞ্জ ম্যারেজ করবে ঋষি-পিহু! মনফাগুনে আসছে নতুন চমক

Published on:

মনফাগুন,Monphagun,ঋষি,Rishi,পিহু,Pihu,নতুন প্রোমো,New Promo

বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তবে যে যাই বলুন না কেন কেন দর্শকমহলে কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা। ইদানীং দর্শকমহলে দারুন জনপ্রিয় স্টার জলসার এমনই একটি সিরিয়াল হল মনফাগুন (Monphagun)। সিরিয়ালের নায়ক নায়িকা ঋষি পিহুর পাগল করা ভালোবাসায় আপ্লুত দর্শক।

এই কারণে অল্প দিনেই দর্শকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছেন মনফাগুনের ঋষি(Rishi)-পিহুর (Pihu) জুটি। ধারাবাহিকে নায়ক ঋষির চরিত্রে অভিনয় করছেন বাংলার হার্টথ্রব হিরো শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নায়িকা প্রিয়দর্শিনীর চরিত্রে রয়েছেন মিষ্টি নায়িকা সৃজলা গুহ (Srijla Guha)। সিরিয়ালে এই প্রিয় জুটির রসায়ন থেকে চোখ সরে না দর্শকদের।

মনফাগুন,Monphagun,ঋষি,Rishi,পিহু,Pihu,নতুন প্রোমো,New Promo
এই মুহুর্তে সিরিয়ালে দেখা যাচ্ছে পিসিমশাই সোমরাজকে মিথ্যে খুনের অপবাদে জেল হেফাজত হয়েছে ঋষির। কিন্তু টুবাইদাকে ইতিমধ্যেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে কোর্টে গিয়ে কেস লড়তে শুরু করে দিয়েছে পিহু। পিহুর বুদ্ধির সামনে খুলে পড়েছে মণিকা সুর থেকে শুরু করে মিলির মতো শয়তানদের মুখোশ। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে মণিকা সুরের কথায় সেদিন ওই বিজলি বারে ঋষি নয় মিলি ছুড়ি মেরেছিল সোমরাজকে।

মনফাগুন,Monphagun,ঋষি,Rishi,পিহু,Pihu,নতুন প্রোমো,New Promo

এখানেই শেষ নয় এরইমধ্যে জানা গিয়েছে বেঁচে রয়েছেন সোমরাজ। আজকের পর্বেই দেখা যাবে ঋষিকে বাঁচাতে মোক্ষম চাল দিয়েছে পিহু। পিসো ষ নিজে পায়ে হেঁটে আসবেন আদালতে। তাই নির্দোষ ঋষির বাড়ি ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তাই ঋষি পিহুর ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে খুশীর আমেজ।

এরইমধ্যেই ঋষি পিহুর ভক্তদের খুশী দ্বিগুণ করতে এসে গিয়েছে নতুন প্রোমো (New Promo)। নতুন প্রোমো তে দেখা যাচ্ছে আবার অনেক কষ্টে এক হয়েছে ঋষি পিহু। এবার তারা আবার বিয়ে করবে, কিন্তু এবার দুজনেই ঠিক করেছে অ্যারেঞ্জ ম্যারেজ করবেন। তাই পাত্র পক্ষ আর পাত্রী পক্ষের জমাটি আসর বসেছে। সেখানেই এবার পিহুর মন জয় করতে নতুন করে কোমর কষেছে ঋষি। এবার সে নিজে হাতে রান্না করে খাওয়ার খাইয়ে ইমপ্রেস করবে পিহুকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥