• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জমে উঠেছে মনফাগুন! ঋষির বুদ্ধিতে খসে এবার পড়বে নকল প্রিয়দর্শিনীর মুখোশ, রইল নতুন প্রোমো

Published on:

মনফাগুন,Monphagun,ঋষি,Rishi,পিহু,Pihu,নকল প্রিয়দর্শিনী,Fake Priyadarshini,নতুন প্রোমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। তবে দিনের পর দিন দর্শকদের মধ্যে কিন্তু বেড়েই চলেছে মেগা সিরিয়ালের জনপ্রিয়তা। তাই পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের কাছে রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও অনায়াসে দর্শকদের ঘরের মানুষ হয়ে ওঠে।

বিকেলের চায়ের আড্ডার সাথেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে বসে যায় একের পর এক সিরিয়ালের আসর। আর এখন তো সারা সপ্তাহ জুড়ে বাংলার বিনোদনমূলক চ্যানেলে গুলিতে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে বিপুল জনপ্রিয় স্টার জলসার এমনই এক জনপ্রিয় মেগা সিরিয়াল হল ‘মনফাগুন’ (Monphagun)।

মনফাগুন,Monphagun,ঋষি,Rishi,পিহু,Pihu,নকল প্রিয়দর্শিনী,Fake Priyadarshini,নতুন প্রোমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

টিভির পর্দায় এই সিরিয়ালের নায়ক নায়িকা ঋষিরাজ আর প্রিয়দর্শিনীর মিষ্টি প্রেমের গল্প অত্যন্ত অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের। ভক্তরা তো ঋষি পিহু বলতে এককথায় অজ্ঞান। ধারাবাহিকে নায়ক ঋষির চরিত্রে বাংলার হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নায়িকা প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)-র অসাধারণ কেমিস্ট্রি থেকে চোখ সরাতে পারেন না দর্শকরাও।

মনফাগুন,Monphagun,ঋষি,Rishi,পিহু,Pihu,নকল প্রিয়দর্শিনী,Fake Priyadarshini,নতুন প্রোমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

সিরিয়ালে অনেক বাধা বিপত্তি পেরিয়ে সবে মাত্র একে অপরের কাছাকাছি এসেছিল ছোট বেলার হারিয়ে যাওয়া প্রেম টুবাইদা আর প্রিয়দর্শিনী। বিয়েও হওয়ার কথা ছিল তাদের। বিয়ের মন্ডপ থেকে শুরু করে সমস্ত আয়োজন শেষে বিয়ের দিনেই নকল প্রিয়দর্শিনী সেজে সেন বাড়িতে এসে হাজির হয় মিলি। এই মিলি আসলে মল্লিকার মেয়ে। সেও ছোট থেকেই টুবাইদাকে পছন্দ করে।


এত কিছুর মধ্যে কে আসল আর কে নকল প্রিয় তা নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ঋষি। কারণ এই নকল প্রিয়কে বাড়িতে নিয়ে এসেছে ঋষির মা। যার পুরোটাই মল্লিকার ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। তাই এবার সত্যিটা জানতে দারুন প্লান করেছে ঋষি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই পর্বের ঝলক। নকল প্রিয় দর্শিনীর মুখোশ খুলতে ঋষি মিলি, পিহু আর নিজের মাকে নিয়ে পুরনো গাড়ি দুর্ঘটনার পুননির্মাণ করে। এই ভিডিও ব্যাপক প্রশংসা পেয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥