বাঙালির বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। আর সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে মন খারাপের টনিক হল এই সিরিয়াল। যা দেখতেই নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। তাই সিরিয়াল দেখতে বসলে সারাদিনের ক্লান্তি ভুলে যান দর্শকরা। এভাবেই সিরিয়াল দেখতে দেখতে তা একপ্রকার অভ্যাসে পরিণত হয় সকলের। আর সেই কারণেই টিভির পর্দায় প্রিয় তারকাদের না দেখলে গোটা দিনটাই যেন অসম্পূর্ন থেকে যায় দর্শকদের।
স্টার জলসার এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল, ‘মন ফাগুন’ (Mon Phagun)। এই সিরিয়ালের মূল ইউএসপি হল নতুনত্বের ছোঁয়া। যা চিরাচরিত শ্বাশুড়ী বৌমার কুটকচালি থেকে এই সিরিয়াল টিকে একেবারে আলাদা করেছে। আর সেই কারণেই সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয় এই সিরিয়াল। সিরিয়ালের নায়ক ঋষি-পিহুর জনপ্রিয়তা নিয়েও আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না।
পারিবারিক ড্রামার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ঋষি-পিহুর (Rishi -Pihu) হারিয়ে যাওয়া প্রেমের এই মিষ্টি গল্প। ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেম তাঁদের। ইতিমধ্যেই নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে তাঁদের। তবে তাদের বিয়েটা আসলে তিন মাসের ডিল ছিল। এসবের মধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। পিহু জেনে গিয়েছে মিস্টার সেনই হলেন তার ছোট বেলায় হারিয়ে যাওয়া প্রেম টুবাইদা।
কিন্তু সত্যিটা এখনও পর্যন্ত জানে না ঋষি। তাই ছুটতে ছুটতে তাকেই সত্যিটা জানাতে গিয়েছিল পিহু। কিন্তু এসবের মধ্যেই দেখা যায় সিরিয়ালে এন্ট্রি হয়েছে খলনায়িকা প্রিয়াঙ্কার। পরিস্থিতির চাপে পড়ে পিহু ঋষিকে সত্যিটা তো জানাতে পারেই না উল্টে ন্যাকা ষষ্ঠী প্রিয়াঙ্কার সাথে টুবাইদার বিয়ে দেবে বলে জানিয়ে দেয়।
কিন্তু মনে মনে পিহু ঠিক করে নিয়েছে সে তার টুবাইদাকে এত সহজে কারও হাতে তুলে দেবে না। আর সম্প্রতি সিরিয়ালের নতুন পর্বে দেখা গেছে ঋষি, পিহুর একসাথে কাটানো কিছু মিষ্টি মুহুর্ত। এই পর্বে দেখা গেছে মিস বৃষ্টি বাড়ির পাল্লায় পড়ে রাস্তায় দাঁড়িয়ে মাটির চায়ের ভাঁড়ে চা খাওয়া থেকে, রাস্তায় বসে কচুরি খাওয়া সবটাই উপভোগ করছে গোমড়ামুখো ঋষি। এই পর্ব দারুন পছন্দ হয়েছে দর্শকদের।