সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)। দিনে দিনে দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও পারিবারিক ড্রামার প্রেক্ষাপটে তৈরি এই মিষ্টি প্রেমের গল্প নিয়ে দর্শকমহলে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় লক্ষণ ঘোষের পরিচালনায় এই মেগা সিরিয়ালে ঋষিরাজ অর্থাৎ টুবাইদা এবং প্রিয়দর্শিনী অর্থাৎ পিহুর চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নবাগতা টেলি অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেম ঋষি-পিহু।
কিন্তু দিনের পর দিন একে অপরের থেকে আলাদা তারা। ভাগ্যচক্রে ইতিমধ্যেই নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে তাঁদের। অথচ তাঁরা কেউই এখনও পর্যন্ত জানে না নিজেদের আসল পরিচয়। তাই তিন মাসের বিয়ের চুক্তি করেছে তারা। আর মনে মনে ভালোবেসে চলেছে নিজেদের ছোটো বেলার পুরনো প্রেমিক প্রেমিককেই।
পরেতাই বিয়ের পরেও পিহু আজও মনে মনে ভালোবাসে তাঁর টুবাইদাকে। আর ঋষিও ভালোবাসে তাঁর ছোটোবেলার পুরনো প্রেমিকা প্রিয়দর্শিনীকে।ইতিমধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। দেখা গেছে পিকনিকে গিয়ে খেলতে বসে ঋষি-পিহুকে তাদের প্রেমিক-প্রেমিকার নামের প্রথম অক্ষর জানাতে বলা হয়। কথামতো ঋষি পিহুকে বাধ্য করে তার ছোটোবেলার প্রেমিকের নামের প্রথম অক্ষর বলতে।
View this post on Instagram
এসবের মধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছে নতুন ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নেশার ঘোরে সেদিন পিহু ঋষি-পিহুর যে ভিডিও তৈরি হয়েছিল অজান্তেই, সেই ভিডিও এবং ঋষির মানি ব্যাগে থাকা ছোট বেলার ফটো দেখে পিহু জানতে পারে মিস্টার সেনই হলেন তার ছোটো বেলার হারিয়ে যাওয়া ভালোবাসা। অন্যদিকে দেখা যায় প্রিয়াঙ্কা নামের এক অচেনা মহিলা এসে জড়িয়ে ধরেছে ঋষিকে। তখনই সত্যিটা বলতে এসেও থেমে যায় পিহু।