সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অবসর সময়ে মনের ক্লান্তি দূর করার অন্যতম মাধ্যম হল সিরিয়াল। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও পারিবারিক ড্রামার প্রেক্ষাপটে তৈরি ঋষি-পিহুর এই মিষ্টি প্রেমের গল্প অল্প কয়েকদিনেই মন ছুঁয়েছে দর্শকদের।
সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেমিক, প্রেমিকা ঋষি-পিহু।দিনের পর দিন একে অপরের থেকে আলাদা থাকার পর ভাগ্যচক্রে বলা ভালো একপ্রকার পরিস্থিতির চাপে বিয়ে হয়েছে তাদের। তবে এই বিয়েটা আসলে তিন মাসের ডিল ছিল। কিন্তু একসাথে থাকতে থাকতে মাত্র দেড় মাসেই একে অপরের সাথে জড়িয়ে পড়েছে তারা।
এসবের মধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। ইতিমধ্যেই দেখা গেছে পিহুর সামনে এসেছে। সে জেনে গিয়েছে মিস্টার সেনই হলেন তার ছোট বেলায় হারিয়ে যাওয়া প্রেম টুবাইদা।কিন্তু সত্যিটা এখনও পর্যন্ত জানে না ঋষি। তাকে জানানোর আগেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে দুই নতুন চরিত্র প্রি অর্থাৎ প্রিয়াঙ্কা। সে ঋষির বিজনেস পার্টনারের মেয়ে।
সে কলেজ লাইফ থেকে ভালোবাসে তার বেবি অর্থাৎ ঋষিকে। তাই রিতিমতো ছক ঋষিকে ফাঁদে ফেলে সে। যার ফলে পরিস্থিতির চাপে পড়ে পিহু জানিয়ে দেয় সে নিজে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার সাথে মিস্টার সেনের বিয়ে দিয়ে দেবেন। কিন্তু মনে মনে পিহু ঠিক করে নিয়েছে সে তার টুবাইদাকে এত সহজে অন্য কারও হাতে বিশেষ করে ‘ন্যাকা ষষ্ঠী’র হাতে তুলে দেবে না।
View this post on Instagram
এসবের মধ্যেই সিরিয়ালে এসেছে নতুন চমক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিরিয়ালের একটি পর্বের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পিহুর সাথে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছে ঋষি। তখনই পিহু মিস্টার সেন কে বলে, ‘মনে করুন আপনার পুরনো ভালোবাসা ফিরে এসেছে আমিই সেই মেয়ে, তাহলে তাকে সামনে পেয়ে কি বলতেন।’ এইভাবেই নানা কায়দায় টুবাইদাকে সত্যিটা জানানোর প্রাণপণ চেষ্টা করে চলেছে পিহু।