• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মন ফাগুন’র পর দুর্দান্ত কামব্যাক, নতুন রূপে ধরা দিলেন গীতশ্রী

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী হলেন গীতশ্রী রায় (Geetashree Roy)। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’ (Komola O Sreeman Prithwiraj) একেবারে অন্য ভূমিকায় ধরা দিয়েছেন এই টেলি অভিনেত্রী। প্রসঙ্গত স্টার জলসার ‘মন ফাগুন’ (Monphagun) সিরিয়ালের নায়িকা পিহু দিদি রুশা চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে মন ফাগুন  শেষ হওয়ার পরেও দর্শকমহলে তার জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও। দর্শকরাও বহুদিন ধরেই তাকে আবারো টেলিভিশনের পর্দায় দেখার অপেক্ষাতেই ছিলেন। অবশেষে মিললো সেই সুখবর। নতুন সিরিয়ালে (New Serial) গীতশ্রীকে দেখা গিয়েছে একেবারে নতুন রূপে (New Look)। গা ভর্তি গয়না নাকে নথ পরনে এলো করে পরা শাড়ি সব মিলিয়ে একেবারে সেকেলে জমিদার বাড়ির বৌয়ের সাজে একেবারে অন্যরকম লাগছে গীতাশ্রীকে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,গীতশ্রী রায়,Geetashree Roy,নতুন সিরিয়াল,New Role,নতুন চরিত্র,Komola O Sreeman Prithviraj,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,New Serial,Rusha,রুশা,Monphagun,মনফাগুন

প্রসঙ্গত দেখতে দেখতে কয়েকমাস কেটে গিয়েছে যখন এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে।  কিন্তু সেই প্রোমোতে এতদিন দেখা যায়নি নায়ক-নায়িকার মুখ। যার ফলে কে হবে এই নতুন সিরিয়ালের নায়ক নায়িকা  ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ তা নিয়ে এতদিন দর্শকমহলে চলছিল ব্যাপক চর্চা।

তবে জল্পনাকে সত্যি করেই এদিন প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে নায়িকা কমলার চরিত্রে দেখা গেল  ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ খ্যাত সৃজিতা অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। অন্যদিকে নায়ক শ্রীমান পৃথ্বীরাজের চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় শিশুশিল্পী সুকৃত সাহাকে। এছাড়াও এই ধারাবাহিকে অনান্য ভূমিকায় দেখা গিয়েছে সুভদ্রা চক্রবর্তী, কুশল চক্রবর্তী,  কৌশিক চক্রবর্তী এবং অভিজিৎ গুহর মতো অভিনেতা অভিনেত্রীদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গীতশ্রী রায়,Geetashree Roy,নতুন সিরিয়াল,New Role,নতুন চরিত্র,Komola O Sreeman Prithviraj,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,New Serial,Rusha,রুশা,Monphagun,মনফাগুন

অ্যাক্রোপলিসের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকের প্রথম ঝলক দেখে মনে হচ্ছে এই সিরিয়ালটি সম্ভবত হাসির হবে। ইংরেজ শাসনের প্রেক্ষাপটে তৈরী এই ধারাবাহিকের প্রোমো দেখে বোঝাই যাচ্ছে  নায়িকা কমলার বাবা সেসময় ইংরেজদের তোষামোদ করেই চলতো। তাই সে নিজে যেমন সাহেবদের মতো পোশাক পড়তো নিজের মেয়েকেও তেমন মেম দেড় মতোই সাজগোজ করিয়ে রাখতো।


শুধু তাই নয় ব্রিটিশদের মনোরঞ্জন করে রায়বাহাদুর হওয়ার লোভে জমিদার রুদ্রপ্রতাপ ম্যাজিস্ট্রেট কে বাংলার লোক সংস্কৃতির অন্যতম ধারক বাহক যাত্রা দেখতে নিয়ে এসেছে। অন্যদিকে নায়ক পৃথ্বীরাজের বাবা তথা দুঁদে উকিল ফণিভূষণ ঘোর ইংরেজ বিরোধী। তিনি বলতে শুরু করেন যে তিনি প্রমাণ করে দেবেন বাংলার যাত্রা পালা বিলেতি থিয়েটারের থেকে কম নয়। এরপরেই ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কে জাম্বুবান বলে তার চোখে রাখে ধমকে চমকে এন্ট্রি হয় শ্রীমান পৃথ্বীরাজের। এরপর বাড়ির লোক ঠিক করে পৃথ্বীরাজের বিয়ে দেওয়া হবে। তারপরেই গুরুদেবের কথায় বিয়ের মণ্ডপে বর বৌয়ের সাজে দেখা যায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে।
site