• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার সম্পর্ক গড়িয়েছে বাস্তবে! সিরিয়াল শেষ হলেও আজও অটুট পর্দার রুশা পিহুর বন্ধুত্ব

Published on:

Monphagun,মনফাগুন,Pihu,পিহু,Rusha,রুশা,Srijla Guha,সৃজলা গুহ,Geetashree Roy,গীতশ্রী রায়,Friendship,বন্ধুত্ব

বিনোদন জগত মানেই টাকা-পয়সা আর নাম,যশ,খাতির হাতছানি। এই ঝাঁ-চকচকে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে এসে অনেকের ক্ষেত্রেই ম্লান  হয়ে যায় বন্ধুত্ব কিংবা ম্পর্কের মতো শব্দগুলো। এমনিতেই অনেকের মধ্যেই বদ্ধমূল ধারণা রয়েছে আমাদের সমাজের মেয়েরা মেয়েদের শত্রু হয়। তার ওপর বিনোদন জগতে তো মেয়েরা মেয়েদের বন্ধু হতেই পারে না! এমনটাই মনে করেন বেশিরভাগ মানুষ।

কিন্তু এই প্রচলিত মিথকেই এবার ভেঙে গুঁড়িয়ে দিয়ে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy) এবং সৃজলা গুহ (Srijla Guha)। গীতশ্রী ইতিমধ্যেই অভিনয় করেছেন বহু জনপ্রিয় সিরিয়ালে। অন্যদিকে এই জগতের একজন নতুন অভিনেত্রী সৃজলা। তার অভিনয় জীবনের বয়স বেশিদিন নয়।

Monphagun,মনফাগুন,Pihu,পিহু,Rusha,রুশা,Srijla Guha,সৃজলা গুহ,Geetashree Roy,গীতশ্রী রায়,Friendship,বন্ধুত্ব

মাত্র একটা সিরিয়াল করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’ (Monphaun)-এর প্রধান নায়িকা প্রিয়দর্শিনী ওরফে পিহু (Pihu)-র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিরিয়ালের সূত্র  ধরেই  গীতশ্রীর সাথে পরিচয় হয়েছিল তার। এই সিরিয়ালে তারা দুই বোন হয়েছিলেন। পর্দার সেই সম্পর্ক গড়িয়েছে বাস্তবে।

Monphagun,মনফাগুন,Pihu,পিহু,Rusha,রুশা,Srijla Guha,সৃজলা গুহ,Geetashree Roy,গীতশ্রী রায়,Friendship,বন্ধুত্ব

সময়ের সাথে সাথে বেড়েই চলেছে তাদের বন্ধুত্বের (Friendship) গভীরতা। এমনিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিরিয়াল শেষ হওয়ার পরেই অভিনেতা অভিনেত্রীদের সাথে যোগাযোগ কমে আসে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম সৃজলা এবং গীতশ্রী। টিভির পর্দায় মনফাগুন শেষ হয়েছে বেশ অনেকদিন। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত মাঝে মধ্যেই একই ফ্রেমে দেখা যায় এই দুই মিষ্টি অভিনেত্রীকে।

 

View this post on Instagram

 

A post shared by ?®️❗???️ (@srijlaguha)


মাঝেমধ্যেই একসাথে ঘুরতে বেরিয়ে পড়েন তারা। সম্প্রতি গীতশ্রীর সাথে সৃজলার  একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গীতশ্রীর সাইকেলের পিছনের সিটে বসে রয়েছেন পর্দার পিহু। সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে নিয়ে অভিনেত্রী লিখেছেন উইলিয়াম শেক্সপিয়রের লেখা কবিতার লাইন। কবির কথায় গীতশ্রীর উদ্দেশ্যে সৃজলার বার্তা ‘তোমার মত ভালো বন্ধু কখনো পুরনো হতে পারে না’। এই পোস্টে কমেন্ট করে পর্দার রুশা (Rusha) অর্থাৎ গীতশ্রীর মন্তব্য ‘খুব ভালোবাসি’। এখন তাদের আরও একবার টিভির পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥