• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাদরে ঢাকা দেহ, পাশেই খালি মদের বোতল! সৃজলার বোল্ড লুকে কালবৈশাখী নেটপাড়ায়

Published on:

Srijla Guha Bold Photoshoot viral on internet

ছোট পর্দার মিস বৃষ্টিবাড়ি অর্থাৎ ‘মনফাগুন’ (Monphagun) খ্যাত পিহু অভিনেত্রী সৃজলা গুহকে (Srijla Guha) না চেনেন। প্রথম সিরিয়ালেই বাজিমাত করে দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। একটা সময় পর্দার পিহু-ঋষি (Pihu-Rishi) জুটির মন পাগল করা ভালোবাসা দেখে চোখ জুড়িয়ে যেত দর্শকদের। প্রিয় এই জুটিকে ভালোবেসে দর্শকরা নাম দিয়েছিলেন ‘পিহুরাজ’ (Pihuraj)।

প্রসঙ্গত এই একটা সিরিয়াল করেই সৃজলা হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।  তবে মাঝখানে কেটে গিয়েছে কয়েক মাস। তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোন নতুন সিরিয়ালে কামব্যাক করেননি অভিনেত্রী। তবে এখন মাঝেমধ্যেই একাধিক সিরিয়ালে অতিথি হিসাবে হাজির হতে দেখা যায় সৃজলাকে। এরইমধ্যে সম্প্রতি সুখবর সৃজলা ভক্তরা। খুব তাড়াতাড়ি একটি ওয়েব সিরিজে ডেবিউ করবেন সৃজলা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মনফাগুন,Monphagun,সৃজলা গুহ,Srijla Guha,পিহু,Pihu,বোল্ড ছবি,Bold Photo,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

জানা যাচ্ছে রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন ওয়েব সিরিজে অভিনেতা সত্যম ভট্টাচার্যের সাথে জুটি বাঁধবেন  ছোট পর্দার এই মিষ্টি অভিনেত্রী। প্রসঙ্গত এই অল্প দিনের কেরিয়ারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দারুন জনপ্রিয় সৃজলা।  সেখানে মাঝেমধ্যেই নিজের জীবনের নানান টুকরো ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।সৃজলার বোল্ড লুকে ঘায়েল হয় গোটা নেট পাড়া।

কখনও নাচের ভিডিও আবার কখনও ওয়েস্টার্ন পোশাকে হট অ্যান্ড সিজলিং লুকের সেই সব ছবি ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যে। যা দেখে অনুরাগীরা যেমন প্রশংসা করেন তেমনই জোটে নিন্দুকদের কটাক্ষও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট লুকে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন সৃজলা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মনফাগুন,Monphagun,সৃজলা গুহ,Srijla Guha,পিহু,Pihu,বোল্ড ছবি,Bold Photo,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media
ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে পোশাকের একটা সুতো পর্যন্ত নেই শুধু একটা কালো চাদর দিয়ে ঢাকা শরীর। বিছানায় শোয়া অবস্থাতেই চোখে পরেছেন কালো চশমা। পাশেই রয়েছে একটি একটি বিলিতি মদের বোতল। যদিও সেটা ফাঁকা। সেইসাথে রয়েছে একটি ইংরেজি খবরের কাগজ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মনফাগুন,Monphagun,সৃজলা গুহ,Srijla Guha,পিহু,Pihu,বোল্ড ছবি,Bold Photo,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এই ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হতে পারে আমি এক অদ্ভুত পৃথিবীর বাসিন্দা। কিন্তু তার থেকে বেশি অদ্ভুত এক পৃথিবী আমার মধ্যে বাস করে।’ সৃজলার এই পোস্টের কমেন্ট সেকশনে একজন লিখেছেন ‘এই পোশাকে আপনাকে মানায় না।’ তো কারও কটাক্ষ, ‘সেসব তো বুঝলাম। কিন্তু ঘুমানোর সময় চশমা কে পরে?’ অনেকে প্রিয় অভিনেত্রীর পাশে মদের বোতল দেখেও শুনিয়ে দিয়েছেন দুচার কথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥