• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন ফাগুন থেকে বিরতি নিলেন শন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোয়ার সমুদ্রতীরে তোলা অভিনেতার ছবি

Published on:

মনফাগুন,Monohagun,শন ব্যানার্জী,Sean Banerjee,জন্মদিন সেলিব্রেট,Birthday Celebrate,গোয়া,Goa,সৃজলা গুহ,Srijala Guha

এই মুহুর্তে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হলেন ‘মনফাগুন’ (Monohagun) খ্যাত ঋষিরাজ অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল এখানে আকাশ নীলে অভিনয় করে শন আগেই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। আর বর্তমানে মনফাগুন সিরিয়ালে সৃজলা গুহর সাথে তার কেমিস্ট্রি শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

প্রসঙ্গত মঙ্গলবার ছিল অভিনেতার জন্মদিন। তাই নিজের মনের মত করে জন্মদিন সেলিব্রেট (Birthday Celebrate) করতে সমুদ্র শহর গোয়ায় (Goa) পাড়ি দিয়েছিলেন প্রিয়দর্শিনীর টুবাইদা। যার জন্য সিরিয়াল থেকে তিনি সাময়িক বিরতিও নিয়েছেন বলে জানা গিয়েছে। গোয়ায় পাড়ি দেওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেতা।

মনফাগুন,Monohagun,শন ব্যানার্জী,Sean Banerjee,জন্মদিন সেলিব্রেট,Birthday Celebrate,গোয়া,Goa,সৃজলা গুহ,Srijala Guha

জানা গেছে শহর কলকাতার গরমের দাপট থেকে দূরে এই মুহূর্তে উত্তর গোয়ায় চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেতা। সঙ্গী অভিনেতার তিন কাছের বন্ধু। তাদের নিয়েই জন্মদিনের মধ্যরাতে গোয়ার জনপ্রিয় ফ্যান্সি গ্রিক রেস্ট্রোবারে গিয়েছিলেন শন। বার্থডে সেলিব্রেশনের শুরুতেই কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। খোলা হয় শ্যাম্পেনের বোতলও।

মনফাগুন,Monohagun,শন ব্যানার্জী,Sean Banerjee,জন্মদিন সেলিব্রেট,Birthday Celebrate,গোয়া,Goa,সৃজলা গুহ,Srijala Guha

এদিন বাংলার এই হার্টথ্রব অভীনেতা ২৪ বছরে পা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শনের বার্থডে সেলিব্রেশনের ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে দুধ সাদা শার্ট, প্যান্ট আর টুপি। জানা অভিনেতার ইচ্ছা ছিল একেবারে নিরিবিলি পরিবেশে বার্থডে সেলিব্রেট করবেন তিনি। হয়েওছে তাই, মাঝরাতে কেক কাটার আগেই তেড়ে আসে বৃষ্টি।

মনফাগুন,Monohagun,শন ব্যানার্জী,Sean Banerjee,জন্মদিন সেলিব্রেট,Birthday Celebrate,গোয়া,Goa,সৃজলা গুহ,Srijala Guha

এরফলে এমনিতেই তখন জায়গা ফাঁকা হয়ে যায়। আর শনও বন্ধুদের সঙ্গে নিরিবিলি তে জন্মদিন সেলিব্রেট করেন। আপাতত কিছুদিন মন ফাগুনের শুটিং থেকে বিরতি নিয়ে গোয়ায় চুটিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন শন। প্রসঙ্গত মনফাগুন সিরিয়ালে নায়িকা সৃজলা গুহ (Srijala Guha) -র সাথে শনের অসাধারণ কেমিস্ট্রি থেকে চোখ সরাতে পারেন না দর্শকরা। এরই মধ্যে শোনা যাচ্ছে পর্দায় ঋষির সাথে রোম্যান্সের কারণে বাস্তবজীবনে টেলিভিশন অভিনেতা রোহন ভট্টাচার্যের সাথে সম্পর্কে ফাটল ধরেছে পিহু অভিনেত্রী সৃজলার। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা শন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥