আজকাল ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে ছোট থেকে বড় সকলেই মোবাইলে আসক্ত। সে একরত্তি বাচ্চা হোক আর বয়স্ক ব্যক্তি স্মার্টফোন নিয়েই মত্ত সারাদিন। আর বেশিরভাগ সময়ই কাটে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখা যায়। যা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না।
ভাইরাল ভিডিওগুলিতে মানুষ থেকে শুরু করে পশু পাখির নানান কার্যকলাপ দেখা যায়। কখনো কান্ড কারখানা দেখে হাসি পায়, তো কখনো অবাক হয়ে যেতে হয়। আবার মাঝে মাঝে বন্যা পশুদের ভয়ঙ্কর যুদ্ধ দেখলে ভয়ে শিউরে উঠতে হয়। অবশ্য মন ভালো করার মত কিছুই ভিডিও থাকে এরমধ্যে। ছোট ছোট ছেলে মেয়েদের মিষ্টি কণ্ঠে অসাধারণ গান বা দুর্দান্ত নাচ দেখে মন ভোরে যায়। মানুষের মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তার বহিঃপ্রকাশ দেখা যায় এই ভাইরাল ভিডিও গুলোর মধ্যে দিয়ে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা দেখে হেসে ফেলবেন আপনিও। এও কি সম্ভব! আসলে ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ নয় বরং স্মার্টফোনে (Smartphone) আসক্ত হয়ে পড়েছে এক বাঁদর (Monkey)। আর সেই কারণে ছোট্ট বাচ্চাকে দেওয়া স্মার্টফোনটি বাঁদরটি কেড়ে নিচ্ছে। কিছুতেই স্মার্টফোনটাকে হাতছাড়া করতে চাইছে না বাঁদরটি। ছোট বাচ্চা স্মার্টফোনটি নিতে চাইলে ছো মেরে তা নিয়ে নেই বাঁদরটি।
তাহলেই বুঝুন, মানুষ তো বটেই এবার মোবাইলে আসক্ত হচ্ছে বাঁদররাও! এই মজার ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এক ব্যাক্তি। আর শেয়ার হবার পর থেকেই এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। আর ভিডিও দেখে হাসির রোল উঠেছে ভিডিওর কমেন্টে।