আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে পাওয়া যায় রোজই। এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে নানান ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়। কখনো কিছু মানুষের অসামান্য প্রতিভা তো কখনো বা এমন কিছু হাসির ভিডিও চোখে পড়ে যা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। কিছু ভয়ঙ্কর ভিডিও থাকা যা দেখে আত্মারাম খাঁচা হবার জোগাড় হয়। আবার এমন ঘটনার ও অভাব নেই যা দেখে রীতিমতো অবাক হয়ে যেতে হয়।
সম্প্রতি এক আজব কান্ডের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আজকাল প্রযুক্তির সাথে সাথে মানুষ অনেক বেশি করে প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। আর সত্যি বলতে কি বাচ্চারা মোবাইল বা টিভি বা কম্পিউটারের প্রতি আগের থেকে অনেক বেশি আসক্ত হয়ে পড়েছেন। মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে খেলাধুলার বাদলে এখন অনেকেই বাড়িতে বসে ভিডিও গেম খেলা টা বেশি শ্রেয় মনে করে।
কিন্তু যদি বলি মানুষ না বাঁদর এ খেলছে ভিডিও গেম! প্রথমবার শুনে অবাক লাগল বুঝি? না না কোনো আজগুবি গল্প বলছি না। আসলে এমনই এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে কি মানুষের মতো ভিডিও গেম খেলতে দেখতে পাওয়া যাচ্ছে এক বাদর কে।ছোট্ট একটা গাছের ডালে বসে মুখের মধ্যে কিছু একটা নিয়ে হাতে জয়স্টিক নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে পিংপং খেলছে বাদরটি। আর একেবারেই যে খেলতে পারছে না তা কিন্তু নয় একেবারে মানুষের মতনই ভিডিও গেম খেলছে মাতোর যা দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন নেটিজেনরা।
আসলেই এই পুরো ঘটনাটাই হল বিজ্ঞান এর কেরামতি। কিভাবে ? তাহলে বলি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে অন্যতম এলন মাস্কের কোম্পানি নিউড়ালিনক এর নাম শুনেছেন কখনো? এই কোম্পানিটি মূলত ব্রিজ নির্মাণ করছে আর সেই ব্যক্তিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে এই বানরের শরীরে। যার ফলে দিব্যি মানুষের মতো ভিডিও গেম খেলতে পারছে এই বানরটি।
অদ্ভুত এই ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হলে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। আসলে বাহাদুর যেভাবে মানুষের মতো ভিডিও গেম খেলতে পারি সে কথাটা হয়তো কারো মাথা দিয়ে আসেন। তাই জন্য এমন একটা ঘটনা চোখের সামনেই করতে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই ভিডিওটিতে প্রায় 50 লক্ষের কাছাকাছি দর্শক হয়ে গিয়েছে।