ইন্টারনেটের যুগে প্রতিদিনের হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) মধ্যে কিছু ভিডিও এমন হয় যা দেখে চমকে যায় সকলেই। অনেক সময় কিছু ভয়ঙ্কর পশু পাখির দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে পরে সামাজিক মাধ্যমগুলোতে। এই যেমন সাপ নাম শুনলেই অনেকে ভয়ে কাঁটা হয়ে যায়। সামনে দেখলে তো আর কথাই নেই। সোশ্যাল মিডিয়াতে এবার বিষধর সাপের সাথে তুমুল লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিষধর সাপের সাথে তুমুল যুদ্ধ লেগেছে এক বাঁদরের। অবশ্য লেগেছে বললে হয়তো ভুল বলা হবে। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাছের সাথে বাধা রয়েছে বানরটি। এরপর বানরটির সামনে একে একে দুটি সাপকে ছাড়া হয়েছে বানরটির সামনে। আর সাপ দেখেই ঝপাৎ করে ঝাঁপিয়ে পড়েছে বাঁদরটি।
প্রাণের ভয় না করেই দিব্যি সাপটিকে খোঁচা মার্চে বাঁদরটি। যা দেখে অবাক আশেপাশে উপস্থিত মানুষেরা। প্রথম সাপটিকে খুব বেশি সময় রাখা হয়নি বাঁদরটির কাছে। এরপর দ্বিতীয় সাপটিকে ছেড়ে দেওয়া হয় বাঁদরটির সামনে। আর সাপটি দেখে ভয় পাবার বদলে দিব্যি সাপের সাথেই যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাঁদর।
https://youtu.be/atcBKblGiXw
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা বেশ ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই আড়াই লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। সাথে বহু মানুষও নিজেদের মন্তব্য জানিয়েছেন ভিডিওটি দেখে। তবে বাঁদরটিকে বেঁধে রেখে তার সামনে সাপ ছেড়ে দিয়ে খেলা দেখানোর বিষয়টা মোটেও সাপোর্ট করেননি বেশিরভাগ নেটিজনরাই।