আমাদের চারপাশে প্রতিদিন কত কিছু ঘটে চলেছে যা আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পারি। আসলে ছোট থেকে এবার সবাই সারাদিনের কিছু সময় ঠিকই নেটপাড়ায় দিই। আর সেখানেই একাধিক ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পরে যেখানে নানাধরণের কীর্তি চোখে পরে। কখনো এই ভিডিও হাসতে বাধ্য করে তো কখনো আবার অবাক করে দেয়। আর এই ভিডিওতে শুধু যে মানুষের কান্ডকারখানা দেখা যায় তা কিন্তু একেবারেই না। পশুপাখিদের কীর্তিকলাপ ও দেখা যায়।
আসলে মানুষের মত ওদেরও অনুভূতি রয়েছে। আর এই কথাটা অনেকেই স্বীকার করবে মানুষের থেকে পশুরা অনেক বেশি বিশ্বস্ত হয়। প্রভুর কিছু হলে দ্বিতীয়বার চিন্তা না করেই ঝাঁপিয়ে পরে মুহূর্তের মধ্যে। এই যেমন কুকুরকে মানুষের সবচাইতে ভালো বন্ধু বলা হয়। তবে কুকুর ছাড়াও অনেক পশুকে পোষ মানিয়ে নিজেদের পোষ্য করেছে মানুষ।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়া একটু কুয়োতে পরে গিয়েছে এক ছোট্ট বিড়ালছানা। যদিও কুয়াটি খুব একটা গভীর নয়, তবে ছোট্ট বিড়ালছানার কাছে সেটাই পাহাড় সমান উঁচু। সেখান থেকে বেরোনোর জন্য কাতর স্বরে মিউ মিউ করছে বিড়ালছানাটি। আর তার এই কাতর আর্তি শুনে সেখানে হাজির হয়েছে এক ছোট্ট বাঁদর।
বাঁদরটি ছোট্ট বিড়ালছানাকে দেখে উদগ্রীব হয়ে উঠেছে তাকে সেখান থেকে বের করার জন্য। সে নিজেও ওই বুঝিয়ে দেওয়া কুয়োর মধ্যে নেমে বিড়ালটিকে বের করার উপায় খুঁজতে থাকে। ঠিক যেমন বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু সাহায্যের জন্য ছুটে আসে, তেমনই বাঁদরটিও অনেকভাবে চেষ্টা করছে কিভাবে তাকে বাইরে বের করতে পারে। কিন্তু কিছুতেই বুঝতে উঠতে পারছে না।
এমন সময়ে সেখানে এক ছোট মেয়ে হাজির হয়েছে। মেয়েটিকে দেখে তার কাছে গিয়ে একপ্রকার সাহায্য করার জন্য আবেদন করেছে বাঁদরটি। তারপর মেয়েটি সেখানে নেমে বিড়ালছানাটিকে উদ্ধার করে দিয়েছে। এমন সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মত ভিডিও কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।
ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। লক্ষাধিক মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। নেটিজেনদের অনেকেই বলেছেন, ওদেরও অনুভূতি রয়েছে। অবলা হলে কি হবে ওরা অনেক বেশি ভালো মানুষের থেকে। একেঅপরের সাহায্যে ঝাঁপিয়ে পরে। এছাড়া নিজেদের পোষ্য সম্পর্কেও অনেকে নানা কথা বলেছেন কমেন্ট বক্সে।