• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল করেই চলছে ব্যবসা! এবার বলিউডে আসছে মানি হাইস্ট, প্রফেসরের ভূমিকায় থাকছেন এই অভিনেতা

Published on:

Money Heist,Arjun Rampal,Bollywood,Professor in Money Heist,Arjun Rampal as Professor,মানি হাইস্ট,অর্জুন রামপাল,থ্রি মাঙ্কিজ,ওয়েব সিরিজ

সিনেমাপ্রেমী দর্শকদের অনেকেই বলিউডের (Bollywood) ছবি দেখতে পছন্দ করেন। তবে বলিউডের বিরুদ্ধে অনেকের অভিযোগও রয়েছে যে বর্তমানে বলিউডে আর ভালো গল্প নেই। কখনো বিদেশী সিনেমা তো কখনো সাউথের ছবি নকল করেই চলছে ইন্ডাস্ট্রি। এবার সেই অভিযোগে জুড়ল আরও একটি নাম, এবার বলিউডে তৈরী হচ্ছে বিখ্যাত নেটফ্লিক্স ওয়েব সিরিজ (Netflix Web series) ‘মানি হাইস্ট (Money Heist)’ এর নকল।

মূলত স্প্যানিশ ওয়েব সিরিজ হলেও মানি হাইস্টের জনপ্রিয়তা রয়েছে গোটা বিশ্বে। এবার রুপোলি পর্দায় মানি হাইস্ট আনতে চলেচলেছে বলিউড। যদিও নাম বদলেছে, নতুন ছবির নাম হচ্ছে, ‘থ্রি মাঙ্কিজ (Three Monkeys)’। তবে জনপ্রিয় ওয়েব সিরিজের সবচাইতে বেশ আকর্ষণীয় ছিলেন প্রফেসর (Professor)। বলিউডে এই গুরুত্বপূর্ণ চরিত্রে কে থাকছেন? নেটফ্লিক্সের সিরিজে দর্শকদের সবচাইতে পছন্দের চরিত্রদের মধ্যে অন্যতম প্রফেসর।

Money Heist,Arjun Rampal,Bollywood,Professor in Money Heist,Arjun Rampal as Professor,মানি হাইস্ট,অর্জুন রামপাল,থ্রি মাঙ্কিজ,ওয়েব সিরিজ

যেমনটা জানা যাচ্ছে বলিউডে ‘থ্রি মাঙ্কিজ’ এ প্রফেসরের চরিত্রে থাকছেন অর্জুন রামপাল (Arjun Rampal)। ইন্ডাস্ট্রীর প্রথমসারির অভিনেতাদের মধ্যেই একজন তিনি। বর্তমানে বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও তাকে দেখে সেটা বোঝা একেবারেই অসম্ভব। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে নতুন ছবির শুটিংয়ের কথা শেয়ার করেছেন অভিনেতা। শুটিং ফ্লোর থেকেই শেয়ার করেছেন একটি ক্লোজ আপ ছবি, যার পিছনে দেখা যাচ্ছে শুটিংয়ের ফ্লোর।

Money Heist,Arjun Rampal,Bollywood,Professor in Money Heist,Arjun Rampal as Professor,মানি হাইস্ট,অর্জুন রামপাল,থ্রি মাঙ্কিজ,ওয়েব সিরিজ

ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘লাইট ক্যামেরা অ্যাকশন আবারো শুটিং ফ্লোরে। একটা নতুন যাত্রা শুরু হল’। সাথে হ্যাশট্যাগ দিয়েছেন ছবির নাম পরিচালকের নাম। নতুন ছবির কথা জানাতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বলিউডের বিখ্যাত আব্বাস-মাস্তানের পরিচালনায় নেটফ্লিক্সের সাথে গাঁটছড়া বেঁধেই এই ছবি তৈরী হতে চলেছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, একসময় বলিউডের একেরপর হিট ছবি উপহার দিলেও বর্তমানে খুব বেশি ছবিতে দেখা যায় না অভিনেতার। তবে এই ছবির আগে  নেটফ্লিক্স এর একটি ছবি ‘পেন্ট হাউস’  এ কাজ করেছেন অর্জুন রামপাল। ছবিতে ববি দেওলকেও দেখা যাবে। শীঘ্রই হয়তো মুক্তি পেতে চলেছে ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥