• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খ্যাতি পেতেই টাকা নিয়ে প্রতারণা করছেন অরুনিতা-পবনদীপ! গুরুতর অভিযোগ উঠল দুই শিল্পীর বিরুদ্ধে

Published on:

Pawandeep Rajan,Arunita Kanjilal,পবনদীপ রাজন,অরুণিতা কাঞ্জিলাল

পবনদীপ রাজন (Pawandeep Rajan) আর অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal) এই দুটি নাম বর্তমানে সকলের কাছেই খুব পরিচিত।  ইন্ডিয়ান আইডল ১২ এর বিজেতা হয়েছে পবনদীপ ও সেকেন্ড হয়েছে অরুণিতা। তবে জনপ্রিয়তার দিক থেকে দুজনের কেউই কোনো অংশে কম নয়! তবে সম্প্রতি গুরুতর অভিযোগ উঠে এল পবনদীপ-অরুণিতার বিরুদ্ধে।

ইন্ডিয়ান আইডল শেষ হয়ে বেশ কয়েক মাস কেটে গিয়েছে ইতিমধ্যেই। তবে সোশ্যাল মিডিয়াতে পবনদীপ-অরুণিতার জনপ্রিয়তা কিন্তু কোনো অংশে কমেনি। বরং দিন দিন বেড়েই চলেছে দুজনের ফ্যান ফলোয়িং। এমনকি দুজনের প্রেমের গুঞ্জনও আরও জোরদার হচ্ছে। কিন্তু সম্প্রতি গান বাদে অন্য একটি কারণে শিরোনামে উঠে এসেছে পবনদীপ-অরুণিতার নাম।

Pawandeep Rajan,Arunita Kanjilal,পবনদীপ রাজন,অরুণিতা কাঞ্জিলাল

আর্থিক প্রতারণার অভিযোগ উঠল ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ-অরুণিতার বিরুদ্ধে। জানা যাচ্ছে টাকা নিয়ে কাজ না কর্রার অভিযোগ উঠছে দুজনের ওপর। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনে অভিযোগটি করা হয়েছে এক জনপ্রিয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। যেমনটা জানা যাচ্ছে, ইন্ডিয়ান আইডল শেষ হবার আগেই দুজনের সাথে চুক্তি সই করছিলেন পবনদীপ ও অরুণিতা।

চুক্তিমত ওই প্রয়োজন সংস্থার সাথে কাজ করার কথাও ছিল। সেই হিসাবে টাকাও দেওয়া হয়েছি দুজনকে, কথা ছিল ২০টি গানের একটি অ্যালবাম রেকর্ড করা হবে। কিন্তু চুক্তি করা হলেও পরবর্তী কালে একটা গানের শুটিংয়ের পর থেকে প্রযোজকদের সাথে নাকি কোনো যোগাযোগ রাখেনি দুজনের কেউই। সংস্থার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু কাজের জন্য সেভাবে কোনো উৎসাহ দেখাননি কেউ।

শেষমেশ একপ্রকার বাধ্য হয়েই এই প্রতারণার অভিযোগ করেছে সংস্থাটি। আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হবার পর থেকেই শিরোনাম উঠে এসেছে পবনদীপ অরুণিতার নাম। তবে বর্তমানে দুজনে আমেরিকায় রয়েছে একটি শোয়ের জন্য। এখনও পর্যন্ত দুজনের কারোর তরফেই এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥