• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম গানেই বাজিমাত, ভিটামিন এম গেয়ে এবার আন্তর্জাতিক সম্মান পেলেন মনামি

Published on:

মনামি ঘোষ,Monami Ghosh,ভিটামিন এম,Vitamin M,Global Achivement,আন্তর্জাতিক সম্মান

বয়স যাই হোক না কেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মনামি ঘোষ (Monami Ghosh)। গত ২৫ বছরের ক্যারিয়ারে মনামির অভিনয় শুধু নয় নাচও যথেষ্ট জনপ্রিয় তাঁর অনুরাগীদের কাছে। ইদানিং বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রীর তালিকায় নতুন সংযোজন হল গান। অভিনয় এবং নাচের পাশাপাশি দারুন গানের গলা মনামির।

এবার নায়িকা থেকে গায়িকা হওয়ার পথে এগিয়েছেন তিনি। সম্প্রতি সারা দেশে তো বটেই দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও সাড়া ফেলেছে মনামির গাওয়া গান ভিটামিন এম (Vitamin M)। এই গানে তিনি বলেছেন “পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব ৷” এই ভিটামিন এম গানের গেয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী।

Monami Ghosh

ইতিমধ্যেই অভিনেত্রীর অসংখ্য অনুরাগী এই গানের রীল ভিডিও বানিয়ে ফেলেছেন। আর তাই প্রথম গানই এভাবে হিট করে যাওয়ায় দারুন খুশি অভিনেত্রী নিজেই। প্রসঙ্গত দুদিন আগেই  গিয়েছে জন্মাষ্টমী। আর ভগবান কৃষ্ণের জন্মদিনেই একটা বিশেষ উপহার পেলেন মনামী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই সুখবর দিয়েছেন অভিনেত্রী নিজেই।

মনামি ঘোষ,Monami Ghosh,ভিটামিন এম,Vitamin M,Global Achivement,আন্তর্জাতিক সম্মান

এবার এই গানের জন্য বিদেশ থেকে বিশেষ সম্মান পেলেন গায়িকা মনামি। যা দেখে বোঝা শুধু দেশের মাটিতেই নয় বিদেশেও এই অল্প কয়েকদিনের বেশ জনপ্রিয়তা পেয়েছে মোনামীর গাওয়া গান। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনামির গাওয়া ভিটামিন এম গানটি। এই গানে দুর্দান্ত নাচ করে তাক লাগিয়ে দিয়েছে সুদূর ইউগাণ্ডার একদল খুদে।

Monami Ghosh

তবে এটা সেই অর্থে তেমন কোন আন্তর্জাতিক সম্মান না হলেও এই ভিডিওটি মনামির কাছে অনেক বেশি সম্মানের।  তাই এই ভিডিওটি হতে পেয়ে দারুন খুশি ভিটামিন এম এর স্রষ্টা নিজেই। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘এটা আমাদের কাছে একটা বড় পুরস্কার’।  সেইসাথে মনামি লিখেছেন এটা জন্মাষ্টমীতে পাওয়া তার সেরা উপহার।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)


আর এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি হুয়েছেন তিনি। ভিডিওটিতে নাচ করা বাচ্চাদের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন বাচ্চারা দুর্দান্ত নাচ করেছে। সেই সাথে ভারত থেকে সুদূর ইউগান্ডার উদেশ্যে প্রচুর ভালোবাসা পাঠিয়ে টিম ভিটামিন এম কে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥