• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথা ভর্তি সিঁদূর,নাকে বড় নথ! চোখ ধাঁধানো লুকে মনামীর ভিডিও তুমুল ভাইরাল

Published on:

Monami Ghosh

টলিউড বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের (Monami Ghosh) জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২৯০ হাজার। খুব বেশি ছবিতে কাজ করেননি মনামী। ছবির নায়িকা হিসেবেও তাকে দেখা যায়নি বিশেষ।

Monami Ghosh

কিন্তু টেলিভিশন থেকে শুরু করলেও সাফল্যের দৌড়ে যে তিনি লং রানের ঘোড়া তা আর বলার অপেক্ষা রাখেনা। সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাওয়া মাত্রই নিমেষে ভাইরাল হয় সেই ছবি বা ভিডিও।অভিনয়ের পাশাপাশি নাচেও তুখোড় মনামী ঘোষ। সম্প্রতি বাংলা একটি নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও বসেছেন মনামী

Monami Ghosh

সর্ব গুনসম্পন্না মনামী নাচের পাশাপাশি নিজেকে সাজিয়ে তুলতেও দারুণ এক্সপার্ট। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই তিনি সুপার কুল। মিষ্টি আর চোখের ইশারায় কীভাবে অনুরাগীদের মন কাড়তে হয় তা ভালোই জানেন মনামী।

 

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সম্প্রতি অভিনব লুকে নেটবাসীর ঘুম উড়িয়েছেন মনামী। পরনে নীল বেনারসি, দুহাত রাঙানো আলতায়, সিঁথি ভর্তি সিঁদূরে অপরূপা লাগছে তাকে। এই লুকের সাথে সম্পূর্ণ সোনায় গহনায় সেজেছেন তিনি। নাকের বড় নথ তাকে আরও যেন মোহময়ী করে তুলেছে । ‘আপসারা আলি’ গানে মনামীর এই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হুহু করে বাড়ছে লাইক এবং ভিউস।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥