• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীর থেকে চুঁইছে পড়ছে জেল্লা! উন্মুক্ত নাভিতে মনামীর ‘হট’ নাচে মাত নেটবাসী

মনামী ঘোষ Monami Ghosh

টলিউড বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের (Monami Ghosh) জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ৩০০ হাজার। খুব বেশি ছবিতে কাজ করেননি মনামী। ছবির নায়িকা হিসেবেও তাকে দেখা যায়নি বিশেষ।

কিন্তু টেলিভিশন থেকে শুরু করলেও সাফল্যের দৌড়ে যে তিনি লং রানের ঘোড়া তা আর বলার অপেক্ষা রাখেনা। সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাওয়া মাত্রই নিমেষে ভাইরাল হয় সেই ছবি বা ভিডিও।

Monami Ghosh

অভিনয়ের পাশাপাশি নাচেও তুখোড় মনামী ঘোষ। সম্প্রতি বাংলা একটি নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও বসেছেন মনামী। এরমাঝেই, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনামীর একটি উত্তেজক নাচ।

‘হোঠো মে অ্যাসি বাত’ গানে মনামীর নাচে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কালো রঙের টপ, কমলা শর্ট স্কার্টে উন্মুক্ত অভিনেত্রীর নাভি। পোশাকের পাশাপাশি কালো চুড়ি, আর লম্বা বেণীতে৷ নেচে পুরোনো বলি নায়িকা বৈজন্তী মালাকে ট্রিবিউট দিয়েছেন মনামী৷ তার এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

সর্ব গুনসম্পন্না মনামী নাচের পাশাপাশি নিজেকে সাজিয়ে তুলতেও দারুণ এক্সপার্ট। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই তিনি সুপার কুল। মিষ্টি আর চোখের ইশারায় কীভাবে অনুরাগীদের মন কাড়তে হয় তা ভালোই জানেন মনামী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥