বাঙালী অভিনেত্রী মনামি ঘোষ (Monami Ghosh)। টলিউডে তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আর হবে নাই বা কেন? অভিনেত্রীর এক একটি ছবি যেন এক একটা বোমা ফাটায় পুরুষ অনুগামীদের মনে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। নিজের ছবি থেকে ভিডিও অনেক কিছুই শেয়ার করে নেন অনুগামীদের সাথে। আর ছবি হোক বা ভিডিও শেয়ার করার পর তা ভাইরাল হতে দেরি লাগে না।
এই যেমন ধরুন করোনা মহামারীর পর লকডাউনের বিধি নিষেধ শিথিল হতে অভিনেত্রী ঘুরতে চলে গিয়েছেন দার্জিলিংয়ের কোলে। সেখানে লকডাউনের এক ঘেয়েমি ছেড়ে প্রাকৃতিক ফ্রেশ অক্সিজেন নিতে পাহাড়ের কোলে গা ভাসিয়েছেন অভিনেত্রী। ঘোরা বেড়ানোর মাঝে পোস্ট করছেন একের পর এক ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রীর ইন্সটাতে গেলে আপনার চোখ আটকে যাবে প্রতিটি ছবিতেই।
সম্প্রতি অভিনেত্রী নিজের কিছু ছবি শেয়ার করেছেন অনুগামীদের সাথে। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে গাঢ় লাল লিপস্টিকের সাথে লাল কালো ঝলমলে শাড়িতে। অভিনেত্রীর এই সাজের সাথে চোখের ছাউনি খোর তুলেছে পুরুষ মনে। গাঢ় লাল লিপস্টিকের সাথে ঝলমলে শাড়ির লুকস যেন আরো লাস্যময়ী করে তুলছে অভিনেত্রীকে। এমন ছবি শেয়ার হলে ভাইরাল তো হবেই। হলও তাই ছবি শেয়ার করা মাত্রই নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়েছে ছবি।
ইতিমধ্যেই ছবিতে ২৬ হাজারেরও বেশি লাভ রিঅ্যাকশন পড়েছে।সাথে রয়েছে প্রচুর কমেন্টস। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। তাদেরমধ্যে এক নেটিজন তো অভিনেত্রীকে তুলনা করেছেন বলিউডের কারিনা কাপুরের সাথে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দূর্গা পুজো কাটতে না কাটতেই দিওয়ালির জন্য সেজেগুজে ছবি শেয়ার করেছিলেন মনামি। সেখানে শাড়ী পরে দেখা গেছিল অভিনেত্রীকে। সেই ছবিটিও ভাইরাল হয়েছিল শেয়ার করার সাথে সাথেই।