• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভূস্বর্গে গিয়ে ঘোরার সঙ্গী শেরুর সাথে ছবি শেয়ার করলেন সুন্দরী অভিনেত্রী মনামি ঘোষ

Published on:

Monami Ghosh

বাংলা চলচ্চিত্র জগতে মনামী ঘোষ (Monami Ghosh) জনপ্রিয় একটা নাম। জীবনের ছত্রিশটা বছর কাটিয়ে ফেলার পরেও তিনি এখনো একই রকম সুন্দরী, মোহময়ী। জীবনের ছত্রিশটা বছর পেরিয়ে আসার পরও আজও তিনি সিঙ্গেল লাইফ লিড করছেন। নিজের এই ব্যাচেলর লাইফ উপভোগ করছেন তিনি। যখনি কোনো সাক্ষাৎকারে মনামীর সামনে এই প্রশ্ন উঠে যে, তিনি কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন? খুব সুন্দর কৌশলে অভিনেত্রী প্রশ্নটি এড়িয়ে যান। তাই অনুমান করা যায় অভিনেত্রী এখনো বেশ কিছু বসন্ত একাই কাটাতে চান। বিবাহ বন্ধনে বাধা পড়ার জন্য তিনি এখনো প্রস্তুত নন।

মনামী সবসময় তার গ্ল্যামার, স্টাইল, নাচ ইত্যাদি নিয়ে চর্চার মধ্যমনি হয়ে থাকেন। মনামীর স্টাইল তার অনুরাগীদের উদ্ভুত করে তোলে। সম্প্রতি তাকে একটি সবুজ রঙের ফুলস্লিভ ফ্লেয়ারড গাউন পরে একটি ছবিতে দেখা গেছে। পোশাকটি পরে মনামীকে একটি পরীর থেকে কম কিছু লাগছে না। তার স্টাইল এর ফ্যান কম বেশি সকলেই। একসময় এই মনামীকে তার এই পোশাকের এক্সপেরিমেন্ট এর জন্য বেশ কয়েকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। অভিনেত্রীকে সকলে ঘরের মেয়ে হিসাবে দেখতেই ভালোবাসেন। অনুরাগীরা তার ঘরোয়া পোশাকেই স্বচ্ছন্দ বোধ করেন। তবে এসব কিছুর তোয়াক্কা না করে অভিনেত্রী নিজের প্যাশন বজায় রেখে সামনে এগিয়ে যাওয়া পছন্দ করেন।মনামি ঘোষ monami ghosh

মনামী চলতি লোকডাউন এর সময় তার ইউটিউব চ্যানেলে নিজের ভালোবাসা অর্থাৎ নাচ, ভাগ করে নিয়েছেন নিজের অনুরাগীদের সাথে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপূর্ব নাচ এবং তার সাথে মিলিয়ে মানানসই গহনায় নিজেকে সাজিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। কখনো তাকে সাদা কুর্তি, চশমা, ছোট দুল, আবার কখনো কমলা রঙের লং ঘাগরা স্কার্ট ও কালো রঙের ক্রপ টপ মনামীকে অন্য রূপ দিয়েছে যা নেটিজেনদের কাছে অতীব প্রশংসনীয় হয়ে উঠেছে।Monami Ghosh

মনামী বর্তমানে ষ্টার জলসা চ্যানেলে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ এ বিচারকের ভূমিকায় আছেন। তাকে প্রতি সপ্তাহের শনি ও রবিবার আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। মনামী একটি ফটোশুট করেছেন পরনে লাল পার সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা ও নোয়া। মাথা ভর্তি সিঁদুরে তার সিঁথি রাঙা হয়ে আছে। মনামীর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা অনেকে মনে করছিলেন যে, মনামী চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন।আসলে মনামীর এই ছবি তার একটি ফটোশুটের। যে ছবি মোনামী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে পরে। Monami Ghosh

মনামী বরাবর ঘুরতে যেতে খুব ভালোবাসেন। সুযোগ পেলেই তিনি ঘুরতে যেতে ভালোবাসেন। সম্প্রতি তিনি কাশ্মীরে সময় কাটাচ্ছেন। সেখানে তিনি নানানরকম নতুন অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করছেন। তিনি সেখানে ঘোড়ায় চড়ে ঘুরছেন এমনটাও দেখা গেছে তার পোস্ট করা ছবিতে। Monami Ghosh

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥