• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পা চাটা রাজনীতি করেন না! সেই মনামী এবার ছিনিয়ে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার, খুশি নেটিজেনরা

বাংলা সিনেমার প্রতিভাবান অভিনেত্রীদের তালিকা প্রস্তুত করা হলে সেখানে অবশ্যই নাম থাকবে মনামী ঘোষের (Monami Ghosh)। তিনি যেমন একজন দক্ষ অভিনেত্রী, তেমনই দুর্দান্ত নৃত্যশিল্পীও। নিজের কাজের মাধ্যমে ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা হয়ে ওয়েব সিরিজ- সব ধরণের মাধ্যমেই কাজ করে দর্শকদের মন জয় করে ফেলেছেন।

এবার সেই মনামীই সিনেমায় নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য ছিনিয়ে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার (ICC best actress award)। এর আগে বাংলা ধারাবাহিকে নিজের দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন মনামী। তবে এই প্রথমবার বাংলা সিনেমার জন্য পেলেন সেই পুরস্কার।

   

Monami Ghosh

সম্প্রতি একাধিক পুরস্কার বিতরণী মঞ্চে রাজনীতির প্রভাব পড়া নিয়ে সরব হয়েছিলেন নেটিজেনদের একাংশ। টলিউডের বহু তারকাও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সাম্প্রতিক বঙ্গ সম্মাননা পুরস্কার নিয়েও এমনই বক্তব্য শোনা গিয়েছিল বহু নেটাগরিকের গলায়।

নেটিজেনদের একাংশ দাবি করেছিলেন, রাজনৈতিক রঙ দেখে বহু অভিনেতা-অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। অপরদিকে মনামীর মতো বহু যোগ্য তারকা প্রতিভা থাকা সত্ত্বেও, শুধুমাত্র ‘পা চাটেন না’ বলে পুরস্কার পাওয়া থেকে ব্রাত্য থেকে গিয়েছেন। তবে এবার মনামীর প্রতিভার যোগ্য দাম দিল আইসিসি।

Monami Ghosh

সম্প্রতি ‘বেলা শুরু’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মনামী। এই প্রথমবার সিনেমায় ভালো অভিনয়ের জন্য এই সম্মানীয় পুরস্কার পেলেন, তাই খুশিটা আরও একটু বেড়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে পুরস্কার হাতে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সিনেমার জন্য আমার প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার। খুবই ভালোলাগছে। ধন্যবাদ’।

Monami Ghosh gets ICC best actress award

মনামীর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর গর্বিত তাঁর সকল অনুরাগীরা। তাঁদের মতে, নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মুখ বন্ধ করে দিলেন তাঁদের প্রিয় ‘টাপা টিনি গার্ল’। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। অপরদিকে মনামীর কাজের দিক থেকে বলা হলে, তাঁকে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’এর মঞ্চে দেব এবং রুক্মিনীর সঙ্গে দেখা যাচ্ছে।