• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নাচ মেরি রানি’ গানে কোমর দুলিয়ে ফ্লোর কাঁপালেন মনামী ঘোষ! তুমুল ভাইরাল ভিডিও

Published on:

নোরা এবং গুরু রান্ধওয়ার ‘নাচ মেরি রানি’ গানটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার এই গানে কোমর দোলালেন বাঙলার সেনসেশন মনামী ঘোষ। টেলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ মনামী। আর সোশ্যাল সাইটে তার জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেশি। তার নিত্যনতুন সাজপোশাক, আর নাচের ভিডিও দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তার অনুগামীরা।

টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি মনামী ঘোষ নামে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও আছে। যার সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যেই ৩০৩ হাজার৷ মাঝেমধ্যেই সেই চ্যানেল থেকে নিজের নাচ, বিভিন্ন ব্লগের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

এবার এই মুহুর্তের সবচেয়ে ট্রন্ডিং সং নাচ মেরি রানি গানে তুমুল নাচলেন মনামী। কালো ক্রপ টপ, পনিটেল, চেক ট্রাউজার আর পায়ে স্নিকার্স পরে তার নাচ নোরার থেকে কোনো অংশেই কম যায়না৷ তার শরীরী হিন্দোল, চোখের আবেদনে ইতিমধ্যেই কাত গোটা নেটপাড়া। মাত্র ১৯ ঘন্টাতেই তার ‘নাচ মেরি রানি’ ভিউ ছাড়িয়েছে ৩০ হাজার।

সর্ব গুনসম্পন্না মনামী নাচের পাশাপাশি নিজেকে সাজিয়ে তুলতেও দারুণ এক্সপার্ট। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই তিনি সুপার কুল। মিষ্টি আর চোখের ইশারায় কীভাবে অনুরাগীদের মন কাড়তে হয় তা ভালোই জানেন মনামী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥