সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রোলের মুখে পড়া এখন নায়ক নায়িকাদের কাছে জলভাতে পরিণত হয়েছে। এমনিতে সেলিব্রেটিদের অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই ভক্তদের কৌতূহলের অন্ত নেই। প্রিয় নায়ক নায়িকা সোশ্যাল-মিডিয়ায় (Social midea) ছবি দিতেই তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। ভালো লাগলে যেমন প্রশংসা জোটে তেমনই তথাকথিত নেটিজেনদের রুচিতে বাঁধলেই কমেন্ট সেকশনে উপচে পড়ে নেতিবাচক মন্তব্য, শুরু হয়ে যায় দেদার ট্রোলিং (Trolling)।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে হামেশাই এই ধরনের ট্রোলিংয়ের মুখে পড়ে অনেক অভিনেতা অভিনেত্রী। তবে অনেকেই আছেন যারা মুখের ওপরে ঝামা ঘষে দেন। আবার অনেকেই আছেন যারা লোকের কথা গায়ে না মেখে এড়িয়ে যান। এমনিতেই টলিউড অভিনেত্রীদের মধ্যে বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বিশেষভাবে পরিচিত মনামি ঘোষ।
নিজের দুর্দান্ত ফিগারের জন্য শুধু নয় দেশীয় হোক কিংবা পাশ্চাত্য যে কোনো ধরণের পোশাকেই সমান মানানসই মনামি। সব পোশাকই ক্যারি করেন এক অদ্ভুত সুন্দর নিজস্বতার মধ্যে দিয়ে। টলিউডের ‘টাপা টিনি গার্ল’ মনামি। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’-এর মঞ্চে বিচারক হিসাবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই শোয়ে তাঁর লুকের ছবি শেয়ার করেছিলেন মনামি। সেই ছবিতে দেখা যায় মনামির পরনে রয়েছে পত্ থেকে তৈরী চটের শাড়ি আর ব্লাউজ। সেই সাথে মানানসই অক্সিডাইজের গয়না। ক্যাপশনে বাংলার পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন ‘পাটশিল্প হল বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যে সমস্ত শিল্পীরা পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে দিনরাত এক করে পরিশ্রম করেন তাদের প্রতি বিশেষ সম্মান।’
সেইসাথে মনামি জানান এই পাটশিল্পীরাই আমাদের শৈশব এবং বড় হয়ে ওঠাকে আরও বেশি সুন্দর করে তুলেছেন। অভিনেত্রীর এই অভিনব প্রয়াস দেখে নেটিজেনদের অনেকেই যেমন প্রশংসা করেছেন তেমনই অনেকে নানারকম কুমন্ত্যব্য করেছেন। কেউ লিখেছেন ‘বস্তা জড়িয়ে এসেছেন’, তো কেউ লিখেছেন ‘বাংলার ওরফে জাভেদ’। সকলের থেকে এমন প্রতিক্রিয়া পাওয়ার পরে নিজের আরও দুটো ছবি দিয়ে মনামি তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।