বাঙালি অভিনেত্রী মনামি ঘোষ (Monami Ghosh ) তার অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। ছবির পর্দায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের অভিনয়ে নিজেকে দারুন ভাবে প্রকাশ করেছেন অভিনেত্রী। “ঘরে বাইরে ( Ghare & Baire )”, “আশ্চর্য প্রদীপ (Astonishing Lamp )”, “ভুতের ভবিষ্যত ( Bhooter Bhabishyat)” এর মত ছবিতে মনামীর অভিনয় দর্শকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। এছাড়াও “ইরাবতী” বাংলা ধারাবাহিকের জেরে বেশ জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেত্রী।
বাঙালি এই অভিনেত্রী শুধু মাত্র অভিনয়ই নয় নৃত্যশিল্পী হিসাবেও মনামি বেশ জনপ্রিয়। তবে অভিনয় ও নাচের পাশাপাশি তাকে খানিকটা অন্যভাবেও দেখা গেছে কিছু সময়। বাঙালি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, নিজের ফটোশুটের ছবি শেয়ার করেন ভক্তদের সাথে।
অভিনেত্রী নিজের কিছু বোল্ড লুকস এর ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে অভিনেত্রীকে একটি লাল রঙের সুইমিং সুটে দেখা গিয়েছে। বাথরুমে বাথটাবের ওপর বসে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার পা দিয়ে গড়িয়ে পড়ছে এক ঝাঁক সাবানের ফেনা। অর্থাৎ স্নান করার আগের মুহূর্তেই ছবিই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/CEi_s_UDXUr/?utm_source=ig_web_copy_link
ছবিটি বেশ পুরোনো হলেও বর্তমানে মনামির এই বোল্ড লুকস এর ছবিটি ভাইরাল হয়ে পড়েছে। অভিনেত্রীর এই ছবিতে দর্শকের সংখ্যা পেরিয়েছে কয়েক হাজার। রয়েছে প্রচুর মন্তব্যও।
প্রসঙ্গত, অভিনেত্রীকে এবছর আনন্দবাজার প্রতিকার পূজা পরিক্রমার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি তিনি মা দূর্গার রূপে একটি ভিডিও সূত্রে করেছেন। সেই ভিডিও ও কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন সেগুলিও বেশ ভাইরাল হয়।