বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) ‘টাপা টিনি গার্ল’ (Tapa Tini Girl) মনামী ঘোষ (Monami Ghosh)। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুন পারদর্শী মনামি। বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই হলেও এই বয়সেই তাঁর মারকাটারি রূপে ঘায়েল বাংলার অগণিত যুবক। মনামীর চাবুক ফিগার দেখলেই বুকের বাঁ দিকটা চিন চিন করে ওঠে অনেকেরই। আজই টলিপাড়ার এই এভারগ্রিন অভিনেত্রীর জন্মদিন (Birthday)।
তবে জীবনের ৩৮-টা বসন্ত পেরিয়ে আজও বয়স ছুঁতে পারেনি এই টলি সুন্দরীকে। জন্মদিনেও মনামী যেন আজও ‘সুইটসিক্সটিন’। এবছর জন্মদিনের আগে শুটিং শেষ করেই বার্থডে সেলিব্রেট করতে অভিনেত্রী উড়ে গিয়েছেন সুদূর ব্যাংককে। সেখান থেকেই এদিন মাঝ সমুদ্রে দাঁড়িয়ে লাল-সাদা কেক হাতে কালো মনোকিনিতে মনামী একেবারে যেন আগুন।
এই সুপার হট ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই তা ভাইরাল হতে সময় লাগেনি বেশিক্ষণ। মনামীর মারকাটারি ফিগার দেখে মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন তার রাশি যেহেতু মীন তাই তিনি নিজের অনুরাগীও ভালোবাসার মানুষদের মীন রাশির মরশুমে স্বাগত জানিয়েছেন।
প্রসঙ্গত আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় তারকারা যাই পোস্ট করুক না কেন তা নিয়ে সবসময় চুলচেরা বিশ্লেষণ করে থাকেন নেট পাড়ার বাসিন্দারা। তবে মনামীর এই ছবি দেখে অনুরাগীরা যেমন ভালোবাসায় ভরিয়েছেন। তেমনই কমেন্ট সেকশনে উপচে পড়েছেন অসংখ্য নেটিজেনদের কটাক্ষ। তেমনই এদিন মনামীর জন্মদিনের ছবি দেখে ফের একবার মাথাচাড়া দিয়েছে দীপিকার পাঠান বিতর্ক।
প্রসঙ্গত কিছুদিন আগেই গেরুয়া বিকিনি পড়ে ট্রোলের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার সমুদ্রের ধারে মনোকিনি পরা মনামীর ছবি ভাইরাল হতেই সেই প্রসঙ্গ টেনে কেউ কেউ লিখেছেন ‘পাঠান নিয়ে অনেকে অনেক কিছু বলেছিলেন? এখন তারা কোথায়’?
তবে নিন্দুকরা যাই বলুক না কেন মনামী কিন্তু নিজের জন্মদিনের ছুটি উপভোগ করতেই ব্যস্ত। তবে এদিন সাধারণ মানুষের পাশাপাশি অভিনেত্রীর ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন টলি পারার একঝাঁক তারকারা। তালিকায় রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শ্রীমা ভট্টাচার্য সহ আরো অনেকে।