এই বয়সেও টলি অভিনেত্রী (Tollywood Actress) মনামী ঘোষের (Monami Ghosh) মারকাটারি রূপে ঘায়েল বাংলার অগণিত যুবক। মনামীর চাবুক ফিগার দেখলেই বুকের বাঁ দিকটা চিন চিন করে ওঠে অনেকেরই। বরাবরই সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার এই এভারগ্রিন অভিনেত্রীর ছবি শেয়ার হতেই তা ভাইরাল হয় ঝড়ের গতিতে।
প্রসঙ্গতজীবনের ৩৮-টা বসন্ত পেরিয়ে আজও কিন্তু বয়স ছুঁতে পারেনি এই টলি সুন্দরীকে। তাই অনুরাগীদের কাছে আজও মনামী ‘সুইট সিক্সটিন’। এবছর জন্মদিনের আগে শুটিং শেষ করেই বার্থডে সেলিব্রেট করতে অভিনেত্রী উড়ে গিয়েছিলেন সুদূর ব্যাংককে। সেখান থেকেই মাঝ সমুদ্রে দাঁড়িয়ে এক গুচ্ছ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ঝড় তুলেছিলেন নায়িকা।
ফুকেত থেকেই কখনও বিকিনি আবার কখনও মনোকিনিতে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে মনামীকে। যা দেখা প্রশংসার পাশাপাশি জুটেছিল নেটিজেনদের সমালোচনা। যদিও নিন্দুকদের সেসব কটাক্ষ কানে তোলেননি অভিনেত্রী।
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ছবি কিংবা ভিডিও দিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়া এখনকার তারকাদের কাছে একেবারে জলভাত। যা দেখে কেউ পাল্টা আক্রমণ শানিয়ে কড়া জবাব দেন আবার কেউ জাস্ট ইগনোর করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি দিয়ে ফের একবার নেটিজেনদের তুমুল ট্রোলিংয়ের মুখে পড়লেন টলি সুন্দরী মনামি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের জলে সাদা বিকিনি আর চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছেন মনামি। যা দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে হরেক রকমের মন্তব্য। কটাক্ষ করে কেউ লিখেছেন ‘হাগিস পড়েছো তো’? তো কেউ লিখেছেন ‘সাদা রঙের এমন হাগিস পরেছেন কেন?’