মোনালিসা (Monalisa), বাংলার বেশিরভাগ দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘ঝুমা বৌদি’ (Jhuma Boudi) নামে। এখন সারা ভারতের প্রায় প্রত্যেক মানুষ তাঁকে চেনে। সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’এর অংশ ছিলেন তিনি। এরপর ‘নজর’ ধারাবাহিকে খলনায়িকা হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিতে (Bhojpuri industry) কাজ তো রয়েছেই। তবে এখন এত সফল হলেও কেরিয়ারের শুরুর সময়টা কি এতখানি মসৃণ ছিল?
মোনালিসার কথায়, কেরিয়ারের শুরুতে সবকিছু একেবারেই এতখানি সুন্দর ছিল না। বরং অনেক স্ট্রাগল করে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি। পর্দার ‘ঝুমা বৌদি’র কথায়, কেরিয়ারের শুরুর দিনগুলোয় সবকিছু খুব একটা স্বাভাবিকভাবেও হয়নি। তার কারণ হল, সেই সময় এখনকার মতো সবকিছু অনায়াসে পাওয়া যেত না।
মোনালিসার কথায়, এখন কাজ পাওয়ার সুযোগ অনেক বেশি। অভিনেতা-অভিনেত্রীদের আগের মতো স্ট্রাগল করতে হয় না। কিন্তু কাজের সুযোগ বেড়ে গেল কীভাবে? ‘নজর’ অভিনেত্রীর কথায়, এর একটি বড় কারণ হল সোশ্যাল মিডিয়া। সামাজিক মাধ্যমের সৌজন্যেই অভিনেতা-অভিনেত্রীদের পরিশ্রমও অনেকখানি কমে গিয়েছে।
নিজের কেরিয়ার শুরুর দিনগুলির কথা স্মরণ করে ‘ঝুমা বৌদি’ বলেন, ‘ছোট থেকেই আমি ক্যামেরার সামনে থাকতে চাইতাম। বরাবর আমি একজন শিল্পী হতে চেয়েছি। এরপর আমি যখন কাজ শুরু করার কথা ভেবেছিলাম, তখন প্রথমে বলিউডের কথায় আমার মাথায় এসেছিল। কিন্তু আমি এখানে সেভাবে কাজ পাচ্ছিলাম না’।
এরপরই বঙ্গ তনয়া মোনালিসার ভাগ্য বদলে দেয় ভোজপুরী ইন্ডাস্ট্রি। অভিনেত্রীর কথায়, ‘ভোজপুরী ইন্ডাস্ট্রি সেই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিল, সেই জন্য এখনও কাজ পাচ্ছি’। যদিও শুধুমাত্র ভোজপুরী ইন্ডাস্ট্রিতেই নয়, তেলেগু এবং তামিল ছবিতেও কাজ করেছেন তিনি। পাশাপাশি হিন্দি টেলি দুনিয়ারও পরিচিত মুখ মোনালিসা।
তবে পর্দার ‘ঝুমা বৌদি’র কথায়, এখন কাজ করতে নেমে শিল্পীদের বেগ পেতে খুব একটা সমস্যা হয় না। মোনালিসা বলেন, ‘আমি অতীতেও সোশ্যাল মিডিয়া করেছি।। কিন্তু তখন এত জনপ্রিয়তা ছিল না। ছবি নিয়ে দরজায় দরজায় ঘুরতাম। কী করেছি? কী কী করতে পারি? এই প্রশ্নগুলো শুনতে হয়ো। কিন্তু এখন বিষয়টা বদলে গিয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই আমায় কেমন দেখতে, গান, নাচ, অভিনয় সব দেখে নেওয়া যায়। এটা একটা বড় পাওয়া। আমার সময় এই বিষয়টা ছিল না’।