টলিউডের (Tollywood) মোনালিসা (Monalisa) বর্তমানে বেশ পরিচিত। ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে উন্মুক্ত ক্লিভেজে হট অ্যান্ড সেক্সি লুকে ঝুমা বৌদির (Jhuma Boudi) দুর্দান্ত অভিনয় আজ বাঙালি পুরুষ মনে জোয়ার তোলে। সোজা ভাষায় বলতে গেলে মোনালিসা মানেই পুরুষদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনার পারদ। আর মোনালিসার ছবি মানেই দেওরদের ঘুম ওড়ার জোগাড়।
একদা ভোজপুরী, তামিল ও ওড়িশা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ‘আইটেম গার্ল’ এখন টলিউডের ঝুমা বৌদি হিসাবে ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। পুরুষ ভক্তদেরকে একেরপর এক হট ছবি উপহার দিয়ে মাতিয়ে রাখেন অভিনেত্রী। অভিনেত্রীর নতুন ছবি দেখার জন্য চাতকের মত অপেক্ষায় থাকেন তার অনুগামীরা। তাই অভিনেত্রীর ছবি শেয়ার হওয়া মাত্রই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরে সেই ছবি।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী মাঝে নিজের ছবি শেয়ার করেন। কখনো স্বল্প পোশাকে লাস্যময়ী অবতারে তো কখনো শাড়িতেই উষ্ণ অবতারে ধরা দেন অভিনেত্রী। আর তাঁর সেই রূপ যৌবন দেখেই মনের সমুদ্রে শুরু হয় উথাল পাতাল।
সম্প্রতি অভিনেত্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে ব্ল্যাক ডেনিম আর ঢিলে ঢালা টপ পরেই হট যোগাসনে মেতেছেন মোনালিসা। এমনিতেই মোনালিসার ছবি ঘাম ঝরিয়ে দেয় শীতের ওয়েদারে। সেখানে গরমের শুরুতেই প্রকাশ রাস্তায় সেক্সী পোজে যোগাসন শুরু করেছেন অভিনেত্রী।
এক দুটো নয়, একাধিক যোগাসনের ছবি একত্রে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর প্রিয় ঝুমা বৌদির ছবি বলে কথা, শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে ছবি। ভাইরাল ছবিতে ঝড়ের বেগে বেড়ে চলেছে দর্শকের সংখ্যা। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে হকলেছে লাইক আর কমেন্টের সংখ্যাও। ইতিমধ্যেই ছবিতে ৮৬ হাজার লাইক পরে গিয়েছে।
View this post on Instagram