হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের নাম শুনলেই স্বস্তিকার পরেই যাঁর নাম মাথায় আসে আসে, তিনি হচ্ছেন অন্তরা সরকার ওরফে মোনালিসা (Monalisa)। ভক্তদের মন জুগিয়ে চলতে ভালোই জানেন অভিনেত্রী। কখনো বিকিনি, কখনো শাড়ি, কখনো জিন্স টপ নিত্য নতুন পোশাকে প্রায়শই সোশ্যাল মিডিয়া কাঁপান ঝুমা বৌদি। শুধু বাংলা নয় ভোজপুরি, তামিল, ওড়িশা এইসব ভাষাতেই দর্শকদের মন কেড়েছেন মোনালিসা।
একদা ভোজপুরী, তামিল ও ওড়িশা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ‘আইটেম গার্ল’ ইন্সটায় ফের ধরা দিয়েছেন হট অবতারে। মোনালিসার অভিনয় হোক বা আইটেম ডান্স, সবেতেই মজেছে বাঙালি সহ বিহারের অধিকাংশ যুবক। আর সাহসি পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুলতে একেবারে সিদ্ধহস্ত অভিনেত্রী।তাই বাঙালি তরুণ তুর্কিদের কাছে ঝুমা বৌদি এখন খুব কাছের একটি নাম। মোনালিসা মানেই পুরুষ ভক্তদের ঘুম ওড়ার জোগাড়।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী মাঝে নিজের ছবি শেয়ার করেন। কখনো স্বল্প পোশাকে লাস্যময়ী অবতারে তো কখনো শাড়িতেই উষ্ণ অবতারে ধরা দেন অভিনেত্রী। আর তাঁর সেই রূপ যৌবন দেখেই মনের সমুদ্রে শুরু হয় উথাল পাতাল। সম্প্রতি অভিনেত্রী একটি নাচের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ‘কামলি কামলি’ নাচতে দেখা যাচ্ছে মোনালিসাকে। অবশ্য অভিনেত্রী এক নেই তাঁর সাথে আরেকজন রয়েছে।
সম্ভবত কোনো মিউজিক ভিডিও বা তাঁর কোনো একটি কাজের জন্য নাচের ভিডিও প্রাকটিস করছিলেন অভিনেত্রী। তবে, ‘কামলি কামলি’ গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচছিলেন মোনালিসা। এমনকি একটা সময় পোল ড্যান্স করতেও দেখা যায় মোনালিসাকে। তার এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ সেই ভিডিও দেখে ফেলেছেন। আসুন দেখে নিন সেই নাচের ভিডিওঃ
View this post on Instagram