জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। বিখ্যাত গায়ক শক্তি ঠাকুরের (Shakti Thakur) ছোট মেয়ে মোনালি। গত অক্টোবরের ৫ তারিখে প্রয়াত হয়েছেন শক্তি ঠাকুর। মোনালি ঠাকুর যেমন মিষ্টি দেখতে তেমনি তার গানের গলা। তবে সেলিব্রিটি হলেও এক্কেবারেই বড়সড় স্টারদের মত অ্যাটিটিউড নেই মোনালির। কে কি বলল তাতে মোটে কান দেন না গায়িকা মোনালি ঠাকুর। যেটা ঠিক মনে করেন সেটাই করেন। মোনালি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
একসময় শুধুমাত্র গানের জেরেই কলকাতার মেয়ে পরিচিতি বানিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে। এখন বিভিন্ন শো এর জাজ হিসাবেও দেখা যায় মোনালি ঠাকুরকে। আবার মোনালি যে শুধুই ভালো গায়িকা তাই নয়। গানের পাশাপাশি অভিনয়টাও বেশ ভালো করেন মোনালি। বাংলা ছবি কৃষ্ণকান্তের উইল ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মোনালিকে। আবার টলিউডের সাথে বলিউডেও ‘লক্ষী’ নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন ২০১৪ সালে।
সম্প্রতি মোনালি একটি ভিডিও শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যাচ্ছে মোনালিকে। ভিডিওতে সালসা নাচতে দেখা যাচ্ছে মোনালিকে। একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত পেশাদারদের মতোই যাচ্ছেন মোনালি। নাচের একটি ছোট্ট দৃশ্যেরই ভিডিও করে তা শেয়ার করেছেন। আর শেয়ার করার পরেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওতে ৬৯ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে।
View this post on Instagram