• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সুখে থাকতে ভুতে কিলোয়!’ ঠোঁটে সার্জারি করে সুন্দরী হতে গিয়ে কটাক্ষের শিকার মোনালি ঠাকুর 

ভারতীয় সংগীত জগতের (Indian Music Industry) অত্যন্ত পরিচিত একজন প্লেব্যাক সিঙ্গার (Playback Singer) হলেন বাঙালি গায়িকা (Bengali Singer) মোনালি ঠাকুর (Monali Thakur)।  রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই গায়িকার অনুরাগীর সংখ্যাও কম নেই সারাদেশে। ‘সাবার লু’ থেকে ‘মোহ কি ধাগে’ কিংবা ‘তুনে মারি এন্ট্রি’ এমনই একাধিক গান রয়েছে গায়িকার হিট লিস্টে।

এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে বিচারকের ভূমিকায়। একটা সময় মোনালি ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের মত মুখশ্রী দেখে অনেকেই তাকে লেডি ক্রাশ বলতেন। আবার কারোর কাছে তিনি ছিলেন বেবি ডল। কিন্তু সম্প্রতি এই মিষ্টি গায়িকা পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশের রোষের মুখে।

   

সদ্য এই গানের রিয়েলিটি শো থেকে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি আপলোড করেছিলেন গায়িকা। সেই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ব্যাপক ট্রোলিং। আসলে এদিন মোনালিসার শেয়ার করা ছবিতে তাঁর ঠোঁট আগের থেকে বেশ অনেকটাই চওড়া দেখতে লাগছে। যা দেখে একেবারেই পছন্দ হয়নি অভিনেত্রীর  অনুরাগীদের।

প্রসঙ্গত আজকের দিনে সেলিব্রিটিদের অনেকেই নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে আশ্রয় নেন প্লাস্টিক সার্জারির মতো কৃত্রিম জিনিসের। মোনালীর এই ছবি দেখেও নেটিজেনদের একটা বড় অংশের দাবি তিনি নিজের ঠোঁটে সার্জারি করিয়েছেন অর্থাৎ ‘লিপ জব’ করে মনালি নাকি ঠোঁটের আকার পরিবর্তন করার চেষ্টা করেছেন।

যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে ভয়ানক সব মন্তব্য। কেউ লিখেছেন ‘যদি সুখে থাকতে ভূতে কিলায় এর কোন মুখ থাকতো’। আবার কেউ লিখেছেন ‘মানুষ নিজেকে নিয়ে কখনও  সন্তুষ্ট হয় না। এটা তার প্রমাণ ম্যাডাম’। আবার কারো বক্তব্য ‘ভালো জিনিসের কদর কম বোঝে মানুষ।কি ইনোসেন্ট চেহারা ছিল আগে আর এখন কি করে ফেলেছে’। আর একজনের দাবি ‘একটা সময় কত সুন্দর ছিল যা ঈশ্বর প্রদত্ত ছিল, কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিসে কেমন বিশ্রী দেখাচ্ছে’।