• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন ফাগুনে ডবল ধামাকা! ঋষি পিহুর ডিভোর্সের জল্পনার মধ্যেই হাজির নতুন চরিত্র, দেখুন ভিডিও

বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল। আর অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। তাই কাজকর্ম সেরে দিনের শেষে পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা।তাই দর্শকদের চাহিদা পূরণের পাশাপাশি টিআরপি তালিকায় বড়সড় বদল আনতে নিত্যনতুন সিরিয়াল এনে রীতিমতো চমক দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি।

তাই সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলে। সিরিয়ালের প্রিয় চরিত্রদের না দেখা পর্যন্ত যেন গোটা দিনটাই অসমাপ্ত থেকে যায় দর্শকদের। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)। এমনিতে এই সিরিয়ালের বয়স বেশি না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই ঋষি-পিহুর এই মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়েছে দর্শকদের।

   

মন ফাগুন,Mon Phahun,ঋষি,Rishi,পিহু,Pihu,নতুন প্রোমো,New Promo

দর্শকদের ভালোবাসায় বেশ কিছুদিন ধরেই টি আর পি তালিকার প্রথম সারিতে উঠে এসেছে এই সিরিয়াল।উল্লেখ্য জনপ্রিয় এই ধারাবাহিকে ঋষিরাজ এবং প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নবাগতা সুন্দরী অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। টিভির পর্দায় ঋষি-পিহুর রোম্যান্স দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকরা।

মন ফাগুন,Mon Phahun,ঋষি,Rishi,পিহু,Pihu,নতুন প্রোমো,New Promo

উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সত্যিটা না জানলেও বিগত বেশ কয়েকদিন ধরে মিস বৃষ্টি বাড়ি কে দেখে চোখে হারাচ্ছে ঋষি। অজান্তেই নিজের ছোটো বেলার ভালোবাসা পিহুর প্রতি এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে তার। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে ভ্যালেন্টাইস ডে স্পেশাল এপিসোড।

মন ফাগুন,Mon Phahun,ঋষি,Rishi,পিহু,Pihu,নতুন প্রোমো,New Promo

এই বিশেষ পর্বের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি নতুন প্রোমো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ঋষির সাথে প্রিয়াঙ্কার বিয়ে দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করছে পিহু। অন্যদিকে সিরিয়ালে সৌমেনের দিদি হিসাবে এন্ট্রি হচ্ছে এক নতুন চরিত্রের। আদতে সে আবার ঋষির বাবার প্রেমিকা। এই ডবল ধামাকা পর্ব টিভির পর্দায় দেখার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)