সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালপ্রেমী দর্শকদের। তাই দর্শকমহলে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। তবে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার ছাপ থেকে যায় সিরিয়ালপ্রেমী দর্শকদের মনে।
দর্শোকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল ‘মন ফাগুন'(Monphagun)। অল্পদিনের মধ্যেই দর্শকমহলে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল স্টার জলসার এই সিরিয়াল। পর্দায় ঋষি আর পিহুর মিষ্টি রসায়ন দারুন পছন্দ হয়েছিল দর্শকদের।তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও আজও দর্শকরা পর্দার ‘পিহুরাজ’ জুটিকে ভীষণ মিস করেন।
বিশেষ মহিলা ভক্তরা তো পর্দার ঋষি সেন অর্থ অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee)বলতে অজ্ঞান। প্রসঙ্গত এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্টার জলসার আরও এক নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর টিজার। যা দেখে নায়ক-নায়িকার নাম জানা না গেলেও দর্শকদের একাংশের অনুমান এই নতুন সিরিয়ালে নায়ক হয়েই আবার কামব্যাক করতে চলেছেন শন।
প্রসঙ্গত সিরিয়াল শেষ এখন একের পর এক সিনেমার ঠাসা কাজ শনের হাতে। এসবের মধ্যেই সদ্য সিটি সিনেমার সাথে এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডায় যোগ দিয়েছিলেন সকলের প্রিয় অভিনেতা শন। সেখানে তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি আসন্ন সিনেমার জন্য উড়ে যাবেন বিদেশে। জানা যাচ্ছে ছোটপর্দার রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে সিনেমার শুটিংয়ের জন্য খুব তাড়াতাড়ি তিনি লন্ডন যাচ্ছেন।
ইতিমধ্যেই শন লুকেও এসেছে ব্যাপক পরিবর্তন।বেশকিছুদিন ধরেই চাপদাড়ি রাখতে দেখা যাচ্ছে অভিনেতাকে। উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও বাংলা সিনেমায় অভিনয় করেছেন শন। ইতিপূর্বে বড়পর্দায় (Big Screen) তাকে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে অন্তর্দৃষ্টি সিনেমায়।আর এবার ফের একবার প্রিয় নায়ককে নতুন অবতারে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুরাগীরা।
প্রসঙ্গত এদিন অভিনেতা হাজির হয়েছিলেন একটি ফটোশুটে। সেখানে ইন্দো ওয়েস্টার্ন উভয় লুকেই উষ্ণতার পারদ চড়িয়েছেন তিনি। তবে এদিন শন জানান হাতে এখন একের পর এক সিনেমার কাজ থাকায় এখনই ছোট পর্দায় ফেরার প্ল্যান নেই তার।তবে তিনি যে আবার সিরিয়ালে কামব্যাক করবেন সে বিষয়ে আশ্বাসও দিয়েছেন অনুরাগীদের।