স্টার জলসার নতুন সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘মন ফাগুন’। (Mon Phagun) দিনে দিনে দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। পারিবারিক ড্রামার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই মিষ্টি প্রেমের গল্প। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় লক্ষণ ঘোষের পরিচালনায় এই মেগা সিরিয়ালে ঋষিরাজ এবং প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নবাগতা সৃজলা গুহ (Srijla Guha)।
সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেম ঋষি-পিহুর। ইতিমধ্যেই নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে তাঁদের। অথচ তাঁরা কেউই এখনও পর্যন্ত জানে না নিজেদের আসল পরিচয়। তাই বিয়ের পরেও পিহু আজও মনে মনে ভালোবাসে তাঁর টুবাইদাকে। আর ঋষিও ভালোবাসে তাঁর ছোটোবেলার পুরনো প্রেমিকা প্রিয়দর্শিনীকে।
ঋষির অ্যাক্সিডেন্টের পর ইতিমধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। পিহুর সেবা যত্নে ধীরে ধীরে সেরে উঠেছে ঋষি। সেইসাথে সে বুঝতে পারছে মিস বৃষ্টি বাড়িকে সে যতটা খারাপ ভাবছিল অতটাও খারাপ সে নয়। কিন্তু মুখে সেকথা স্বীকার করে না। তিন মাসের বিয়ে হলেও মিস্টার বাদুর সেনের জন্য আলাদা টান অনুভব করতে শুরু করেছে পিহুও।
সুযোগ পেলেই দুজন মিলে ঝগড়া করে চুটিয়ে। তাই দিনের পর দিন তাদের মধ্যে ঝগড়া করতে দেখে বিরক্ত বাড়ির লোকজন। তাই পিকনিকে গিয়ে তাদের দুজনকে কাছাকাছি আনতে ঋষির ভাই হৃত্বিক তাদের ‘টনিক’ অর্থাৎ মদ খাওয়ানোর প্লান করে। সেটাকেই জুস ভেবে খেয়ে পাগলের মতো নাচগান শুরু করে দেয় পিহু ঋষি।
View this post on Instagram
এই পর্ব দেখে দারুন উপভোগ করেছেন দর্শকরা। সেই নেশার ঘোরে পিছু বারবার তার প্রেমিক টুবাইদার নাম নিচ্ছিল। কিন্তু নেশা কাটার পর ঋষি তার প্রেমিকের নাম জানতে চাইলে এড়িয়ে যায় সে। এরপরেই সিরিয়ালে দেখা যাচ্ছে পিকনিকে গিয়ে খেলতে বসে ঋষি, পিহু কে তাদের প্রেমিক-প্রেমিকার নামের প্রথম অক্ষর জানাতে বলা হয়। শেষমেশ বাধ্য হয়ে ঋষির মতোই নিজের প্রেমিকের নামের প্রথম অক্ষর জানায় পিহু।