• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনেই সরলো পর্দা! ভ্যানিলা কেক আর নিজের ছবি দেখে কি পিহুকে চিনতে পারবে ঋষি?

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিনোদনের মাধ্যম। যা সারাদিনের ক্লান্তি ভুলিয়ে মন ভালো করে দেয় দর্শকদের।তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সিরিয়াল প্রেমী যে কোনো দর্শকই টিভির রিমোট নিয়ে বসে পড়েন পছন্দের সিরিয়াল দেখতে। এভাবেই প্রতিদিন সিরিয়ালে দেখা একপ্রকার অভ্যাসে পরিণত হয় সকলের। আর সেই কারণেই টিভির পর্দায় প্রিয় তারকাদের না দেখলে গোটা দিনটাই যেন অসম্পূর্ন থেকে যায় দর্শকদের।

এসবের মধ্যেই প্রতিনিয়ত চ্যানেল গুলোর মধ্যে চলছে টিআরপি রেটিংয়ের লড়াই। ভালো রেটিং নিয়ে এগিয়ে থাকার দৌড়ে মরিয়া সমস্ত চ্যানেল।তাই টেক্কা দেওয়ার এই লড়াইয়ে চ্যানেল কর্তৃপক্ষের অস্ত্র এখন নতুনত্বের ছোঁয়া। স্টার জলসার এমনই একটি সিরিয়াল হল, ‘মন ফাগুন’ (Mon Phagun)। বয়স বেশীদিন না হলেও জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমানে এই সিরিয়াল দর্শকমহলে বেশ জনপ্রিয়।

   

Mon phagun rishi pihu, মন ফাগুন ঋষি, পিহু

পারিবারিক ড্রামার প্রেক্ষাপটে শুরু হয়েছে ঋষি-পিহুর (Rishi -Pihu) হারিয়ে যাওয়া প্রেমের এই মিষ্টি গল্প। ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেম তাঁদের। ইতিমধ্যেই নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে তাঁদের।অথচ তাঁরা কেউই এখনও পর্যন্ত জানে না নিজেদের আসল পরিচয়। তাই বিয়ের পরেও পিহু আজও মনে মনে ভালোবাসে তাঁর টুবাইদাকে।

Mon Phagun,মন ফাগুন,Pihu,পিহু,Rishi,ঋষি,Birthday Celebration,জন্মদিন পালন,Real Identity,আসল পরিচয়,New Twist,নতুন টুইস্ট

আর ঋষিও ভালোবাসে তাঁর ছোটোবেলার পুরনো প্রেমিকা প্রিয়দর্শিনীকে। ইতিমধ্যেই ঋষি-পিহুর বিয়ের মধ্যে দিয়ে সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। তাই ‘নো টাচ’ শর্ত মেনে বিয়ে হলেও আপাতত তাতেই খুশি দর্শকরা। শুরু থেকেই দেখা যাচ্ছে নায়ক-নায়িকা নিজেদের আসল পরিচয় জানতে গিয়েও শেষ মুহূর্তে কোনো না কারণে ভেস্তে যাচ্ছে সমস্ত প্রচেষ্টা।

Mon Phagun,মন ফাগুন,Pihu,পিহু,Rishi,ঋষি,Birthday Celebration,জন্মদিন পালন,Real Identity,আসল পরিচয়,New Twist,নতুন টুইস্ট

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সম্প্রতি চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও পিহু তার টুবাইদার জন্মদিন পালন করছে। ভিডিওতে দেখা যাচ্ছে খোলা আকাশের নীচে একটা টেবিলে টুবাইদার ছোটোবেলার ফটো রেখে সামনে ভ্যানিলা কেক দিয়ে সাজিয়ে দিয়েছে পিহু। এরপরেই দেখা যায় সেখানে এসে পৌঁছেছে ঋষি। কিন্তু এখনও তারা তাদের আসল পরিচয় জানতে পারবে কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।

site