• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মন ফাগুন’ শেষ হতেই পেশা বদল! অভিনয় ছেড়ে নতুন কাজ শুরু, নিজেই সুখবর দিলেন অভিনেত্রী সৃজলা গুহ

Published on:

Srijla Guha launched her first poem book Forever January

স্টার জলসার জনপ্রিয় প্রেমের ধারাবাহিক ‘মন ফাগুন’ শেষ হয়েছে প্রায় মাস খানেক হয়ে গেল। তবে দর্শকরা কিন্তু এখনও ঋষি এবং পিহুর সেই মাখো মাখো প্রেম আর মিষ্টি রসায়ন বেশ মিস করেন। এই ধারাবাহিকেই নায়িকা পিহুর চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)।

তবে আপনি কি জানেন, পর্দার পিহু কিন্তু বাস্তবেও বেশ রোম্যান্টিক। আর সেকথা প্রমাণ করেছে তাঁর লেখা মিষ্টি প্রেমের কবিতার বই। রবিবার অক্সফোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে সৃজলার লেখা কবিতার বই। প্রেমে ভরপুর সেই বইয়ের নাম ‘ফরেভার জানুয়ারি’ (Forever January)।

Srijla Guha

বইপ্রকাশ অনুষ্ঠানে সৃজলা জানান, তিনি ছোট থেকেই লেখালেখি করতেন। এখনও পর্যন্ত ৩০০’রও বেশি কবিতা লিখে ফেলেছেন। সেখান থেকেই ৫০’টির কাছাকাছি কবিতা রয়েছে ‘ফরেভার জানুয়ারি’তে। অভিনেত্রী বলেন, এটি নিখাদ প্রেমের বই। ভালোবাসার নানান শেডস রয়েছে এই বইয়ে। সত্যিকারের ভালোবাসলে কেমন অনুভূতি হয়, এই বই পড়লে সেটাই যেন আরও একটি স্পষ্ট হয়ে উঠবে।

Srijla Guha book launch

পর্দার পিহু আরও জানান, ‘মন ফাগুন’এর সেট থেকেই নাকি কবিতার বই নিয়ে আসার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। সেখানে তিনি যখন নিজের লেখা কবিতা পড়ে শোনাতেন, তখন প্রত্যেকে বলতেন ‘আরও একটু শোনা’। সেখান থেকেই বুঝতে পারেন, সবার তাঁর লেখা ভালোলাগছে। তখনই ঠিক করে নেন এবার নিজের লেখা কবিতা সকলের সামনে আনবেন। আর সেই কারণেই ‘ফরেভার জানুয়ারি’র প্রকাশ অনুষ্ঠানে সৃজলাকে ঘিরে উপস্থিত ছিলেন ‘মন ফাগুন’এর বহু তারকাই।

Srijla Guha book launch

সব শেষে লেখিকা সৃজলা বলেন, এতদিন ধরে ‘মন ফাগুন’এর পিহু হিসেবে তাঁকে দর্শকরা অনেক ভালোবাসা দিয়েছেন। তবে এবার নিজের একটা ছোট অংশ সকলের সামনে তুলে ধরছেন। তাঁর আশা, ‘ফরেভার জানুয়ারি’ও সকলের ভালোলাগবে।

অভিনেত্রী বলেন, ‘এতদিন আমায় পিহু হিসেবে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ। তবে এবার নিজের একটা ছোট অংশ অনুরাগীদের দিচ্ছি। আশা করি তোমাদের ভালোলাগবে। এমন কেউই নেই যে বলবেন সে কখনও প্রেমে পড়েননি। তাই আমার আশা, আমার কবিতা প্রত্যেককে কোথাও না কোথাও গিয়ে ঠিক ছুঁতে পারবে। তোমরা আমায় অনুপ্রেরণা দাও, আমি তোমাদের আরও অনেক বই উপহার দিতে থাকব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥