• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেক্সিকো থেকে সোজা কলকাতা! ‘মন ফাগুন’ এর নায়িকার রূপের জাদুতে হার মানবে বলি নায়িকারাও

মেক্সিকো,সৃজলা গুহ,মন ফাগুন,স্টার জলসা,দার্জিলিং,শন ব্যানার্জি,Mexico,Mon phagoon,Bollywood,sean Banerjee,Srijla guha

বাঙালির জীবনে সিরিয়ালের (Serial) গুরুত্ব রয়েছে বেশ। সন্ধ্যে নামার সাথে সাথেই টিভির পর্দার সামনে হাজির হয়ে পড়েন বাড়ির মহিলারা। পছন্দের সিরিয়াল দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁরা। টিভিতে নানান গল্পের সিরিয়াল হয়। তবে কিছু সিরিয়াল এমন হয় যা দর্শকদের মনে ধরে যায়। এতটাই মনে ধরে যায় যে সিরিয়ালটি শেষ হলেও মনে থেকে যায়। এমনই একটি বাংলা সিরিয়াল হল ‘এখানে আকাশ নীল’। সিরিয়ালের উজান-হিয়ার জুটি আজ মনে রেখেছে বাঙালি দর্শকেরা।

সিরিয়ালে উজানের চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee)। এবার ফের সিরিয়ালের পর্দায় ফিরছেন উজান, তবে এবার নতুন সিরিয়াল ‘মন ফাগুন’ এর হাত ধরে। সিরিয়ালে নতুন অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha) এর সাথে দেখা যাবে ডঃ উজান থুড়ি শন ব্যানার্জীকে। সিরিয়াল ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন অভিনেত্রী সৃজলা। অবশ্য সিরিয়ালের পূর্বে মডেলিং করতেন সৃজলা।

সৃজলা গুহ Srijla Guha

যেমনটা জানা যাচ্ছে দার্জিলিংয়ের মেয়ে সৃজলা। তবে দার্জিলিংয়ে বড় হলেও সৃজলার জন্ম কিন্তু সুদূর মেক্সিকোতে। অবশ্য বাংলা বলতে কোনো অসুবিধাই হয়না অভিনেত্রীর কারণ ছোট থেকেই বাড়িতে বাংলা ভাষার চর্চা ছিল। সেই কারণেই বাংলায় বেশ স্বচ্ছল অভিনেত্রী। বড় হয়ে মডেলিংয়ের দিকেই প্রথম আকর্ষণ হয় সৃজলার। মডেলিংয়ে কেরিয়ার গড়তে পাঁচ বছর আগে দার্জিলিং থেকে কলকাতায় আসেন অভিনেত্রী।

সৃজলা গুহ Srijla Guha

মেক্সিকোকে বলা হয় রূপলাবণ্যের দেশ। মেক্সিকান সুন্দরীদের রূপ যেন মনে হয় রঙতুলিতে আঁকা। এবার বলিউড নয় টলিউড মাতাতে চলেছে আর এক মেক্সিকান সুন্দরী সৃজলা। মেক্সিকো থেকে দার্জিলিং ঘুরে সোজা বাংলায়। এই নবাগতার সৌন্দর্যে হার মানবে যেকোনোও বলি নায়িকাও।

srijla guha সৃজলা গুহ

ইনস্টাগ্রামে ৪০ হাজারের কাছাকাছি অনুগামী রয়েছে সৃজলার। অনুগামীদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই একাধিক ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। কখনো ওয়েস্টার্ন পোশাকে হট লুকস তো কখনো দেশি পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবি গুলি কম বেশি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এখন অপেক্ষা শুধু ‘মন ফাগুনের’ শুরু হবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥