সদা হাস্য পল্লবীর মৃত্যুর পর রবিবার সকাল থেকেই বিষেদের মেঘে ঢেকেছে টলিপাড়া। অবসাদ নাকি খুন? কী কারণে চির অন্ধকার ঘনাল বছর পঁচিশের এই উঠতি অভিনেত্রীর জীবনে? এই প্রশ্নই দানা বাঁধছে টলিপাড়ার আনাচে-কানাচে। রবিবার সকালেই গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘সিরাজের বেগম’ খ্যাত পল্লবী দের (Pallabi Dey) ঝুলন্ত দেহ। দেখে আত্মহত্যা মনে হলেও তা একেবারেই মানতে নারাজ অভিনেত্রীর পরিবার। স্বভাবে শান্ত মিষ্টি এই মেয়ে যে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে, তা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি কেউ।
এই মুহুর্তে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন মানে না’তে গৌরীর চরিত্রে অভিনয় করতেন পল্লবী। তিনি চলে যাওয়ার পর থেকে তাই স্বভাবতই ধারাবাহিকের দর্শকদের মন খারাপ। প্রশ্ন উঠছিল তবে কি ধারাবাহিক বন্ধের পথে হাঁটবে? নাকি নতুন কোনোও মুখ এগিয়ে নিয়ে যাবে গৌরী চরিত্রটিকে।
শুক্রবার ও শনিবার ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের ছুটি ছিল। রবিবার যথারীতি সময় মেনেই শুরু হয়েছে কাজ। কিন্তু ওদিন পল্লবী যথাসময় পেরিয়ে গেলেও ফ্লোরে যাননি। সন্দেহ দানা বাঁধতে থাকে তখন থেকেই। পল্লবীকে ফোন করা হয়, কিন্তু উত্তর দেওয়ার জন্য ফোনের ওপারে তখন আর কেউ নেই। এর পরেই তার সহ অভিনেতা অভিনেত্রীরা ছুটে যায় এম আর বাঙ্গুর হাসপাতাল।
এবার ‘মন মানে না ‘ ধারাবাহিকের টিমের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, আগামী বুধবার অবধি ধারাবাহিকের ব্যাঙ্কিং ছিল। এরপর শ্যুটিং করে তরিঘরি শেষ করা হবে মন মানে না। এরপর ৬ ই জুন থেকে ‘মন মানে না’ এর জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক ‘তুমি যে আমার মা’। শেষ কটা দিনেও গৌরীর জায়গায় নতুন কোনোও মুখ কে আনা হবেনা। বরং তাকে ছাড়াই শেষের পথে এগোবে প্রয়াত পল্লবী দের ধারাবাহিক।