• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পল্লবীর মৃত্যুর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ‘মন মানে মানে না’ ধারাবাহিকে এল নতুন ‘গৌরী’, শুরু শ্যুটিংও

পল্লবী দে,সাগ্নিক চক্রবর্তী,পল্লবী দের মৃত্যু,পল্লবীর দের প্রেমিক সাগ্নিক চক্রবর্তী,গরফায় রহস্য মৃত্যু,Pallabi dey,Sagnik Chakraborty,pallabi dey death,tollywood actress died,garfa murder case,mon mane na,colours bangla,মন মানে না

সদা হাস্য পল্লবীর মৃত্যুর পর রবিবার সকাল থেকেই বিষেদের মেঘে ঢেকেছে টলিপাড়া। অবসাদ নাকি খুন? কী কারণে চির অন্ধকার ঘনাল বছর পঁচিশের এই উঠতি অভিনেত্রীর জীবনে? এই প্রশ্নই দানা বাঁধছে টলিপাড়ার আনাচে-কানাচে। রবিবার সকালেই গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘সিরাজের বেগম’ খ্যাত পল্লবী দের (Pallabi Dey) ঝুলন্ত দেহ। দেখে আত্মহত্যা মনে হলেও তা একেবারেই মানতে নারাজ অভিনেত্রীর পরিবার। স্বভাবে শান্ত মিষ্টি এই মেয়ে যে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে, তা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি কেউ।

এই মুহুর্তে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন মানে না’তে গৌরীর চরিত্রে অভিনয় করতেন পল্লবী। তিনি চলে যাওয়ার পর থেকে তাই স্বভাবতই ধারাবাহিকের দর্শকদের মন খারাপ। প্রশ্ন উঠছিল তবে কি ধারাবাহিক বন্ধের পথে হাঁটবে? নাকি নতুন কোনোও মুখ এগিয়ে নিয়ে যাবে গৌরী চরিত্রটিকে।

পল্লবী দে,সাগ্নিক চক্রবর্তী,পল্লবী দের মৃত্যু,পল্লবীর দের প্রেমিক সাগ্নিক চক্রবর্তী,গরফায় রহস্য মৃত্যু,Pallabi dey,Sagnik Chakraborty,pallabi dey death,tollywood actress died,garfa murder case,mon mane na,colours bangla,মন মানে না

শুক্রবার ও শনিবার ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের ছুটি ছিল। রবিবার যথারীতি সময় মেনেই শুরু হয়েছে কাজ। কিন্তু ওদিন পল্লবী যথাসময় পেরিয়ে গেলেও ফ্লোরে যাননি। সন্দেহ দানা বাঁধতে থাকে তখন থেকেই। পল্লবীকে ফোন করা হয়, কিন্তু উত্তর দেওয়ার জন্য ফোনের ওপারে তখন আর কেউ নেই। এর পরেই তার সহ অভিনেতা অভিনেত্রীরা ছুটে যায় এম আর বাঙ্গুর হাসপাতাল।

পল্লবী দে,সাগ্নিক চক্রবর্তী,পল্লবী দের মৃত্যু,পল্লবীর দের প্রেমিক সাগ্নিক চক্রবর্তী,গরফায় রহস্য মৃত্যু,Pallabi dey,Sagnik Chakraborty,pallabi dey death,tollywood actress died,garfa murder case,mon mane na,colours bangla,মন মানে না

এবার ‘মন মানে না ‘ ধারাবাহিকের টিমের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, আগামী বুধবার অবধি ধারাবাহিকের ব্যাঙ্কিং ছিল। এরপর শ্যুটিং করে তরিঘরি শেষ করা হবে মন মানে না। এরপর ৬ ই জুন থেকে ‘মন মানে না’ এর জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক ‘তুমি যে আমার মা’। শেষ কটা দিনেও গৌরীর জায়গায় নতুন কোনোও মুখ কে আনা হবেনা। বরং তাকে ছাড়াই শেষের পথে এগোবে প্রয়াত পল্লবী দের ধারাবাহিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥