• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সিরিয়াল করবেন না ‘মন ফাগুন’এর ঋষি! রাতারাতি বিরাট সিদ্ধান্ত শন বন্দ্যোপাধ্যায়ের

বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। দর্শকদের একাংশের কাছে ‘ঋষি’ (Rishi) নামেই পরিচিত সুপ্রিয়া দেবীর নাতি। সৌজন্যে স্টার জলসা ‘মন ফাগুন’ (Mon Fagun) ধারাবাহিকটি। এই সিরিয়ালে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শন। অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে তাঁর জুটি দর্শকদের প্রচণ্ড পছন্দেরও ছিল। ‘মন ফাগুন’ শেষ হওয়ার পর থেকে ফের শনকে টেলিভিশনের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ নায়কের চরিত্রে দেখা যাবে শনকে। যদিও পরে দেখা যায় সেই খবর ভুয়ো। তবে শন নিজে টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, চলতি বছরের শেষেই নতুন ধারাবাহিক (Serial) নিয়ে ফিরবেন তিনি। তবে এবার জানা গেল, আর টেলিভিশন সিরিয়াল করবেন না অভিনেতা!

   

Sean Banerjee serial

সুপ্রিয়া দেবীর নাতিকে এখনও অবধি ৩টি ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’ এবং ‘মন ফাগুন’এ তাঁর অভিনয় বেশ ভালো লেগেছিল দর্শকদের। মাত্র ৩টি সিরিয়াল করলেও অভিনেতা পেয়েছেন প্রচুর ভালোবাসা এবং আকাশছোঁয়া জনপ্রিয়তা।

তবে ‘মন ফাগুন’ শেষ হওয়ার পর থেকে শনকে ছোটপর্দায় দেখা যায়নি। তাহলে কি টেলিভিশন জগত থেকে বিদায় নিলেন তিনি? বহুদিন ধরেই অনুরাগীদের একাংশের মনে ঘুরপাক খাচ্ছিল এই একটি প্রশ্ন। অবশেষে এই নিয়ে মুখ খুললেন তিনি নিজে।

Sean Banerjee on his comeback to television, Sean Banerjee

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় নিজের কেরিয়ার নিয়ে মুখ খোলেন পর্দার ঋষি। অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে সিরিয়ালে ফিরতে চাই না আমি। অনেক দিন ধরেই আমি একটি কাজের সঙ্গে জড়িত আছি। একটি আর্কাইভাল শ্যুট করছি। এই কাজ আমি কাদের জন্য করছি সেটা বলা যাবে না। আসলে ধারাবাহিকে কাজ করা মানেই দীর্ঘদিনের প্রতিশ্রুতি। সেই জন্য আগে হাতের কাজগুলো শেষ করতে চাই। এরপর ভেবে দেখব সিরিয়ালে ফিরব কিনা’।

শনের কথা থেকেই স্পষ্ট তিনি যে সিরিয়ালে ফিরবেনই এই নিশ্চয়তা এখনই দিতে পারবেন না। পাশাপাশি কোনও দিনও যে ফিরবেন না এমন কথাও বলছেন না। এবার তাই শনের অনুরাগীদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।