
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ বন্ধ হওয়ার পরেই আর এক সিরিয়াল ‘মন দিতে চাই’এর (Mon Dite Chai) নায়ক সোমরাজ (Somraj) রূপে কামব্যাক করেছেন জনপ্রিয় টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
এই ধারাবাহিকে নায়িকা তিতিরের (Titir) বোন দোয়েলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীতমা মিত্র (Shritama Mitra)। ইদানিং টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে পর্দার সোমরাজ অভিনেতা ঋত্বিকের সাথে দোয়েল অভিনেত্রী শ্রীতমার সম্পর্কের গুঞ্জন।
এমনিতে বিনোদন জগতে একই সিরিয়ালে অভিনয় করতে গিয়ে নায়ক নায়িকাদের প্রেমে পড়ার বিষয়টি নতুন নয় একেবারেই। রিল লাইফের প্রেম রীল লাইফ থেকে দাম্পত্য জীবনে গড়িয়েছে এমন উদাহরণ আছে অনেক। অভিনয় করতে গিয়ে অনেক তারকাই হয়ে ওঠেন রিয়েল লাইফ জুটি। সম্প্রতি টেলিপাড়ায় ডানা মেলেছে এমনই এক নতুন জুটি ঋত্বিক-শ্রীতমার প্রেমের গুঞ্জন।
প্রসঙ্গত একই সিরিয়ালে অভিনয় করার দৌলাতে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি দিতে কিংবা ইতিউতি ঘুরতে অথবা অ্যাওয়ার্ড ফাংশনে একসাথে ছবি দিতে দেখা যায় এই দুই অভিনেতা অভিনেত্রীকে। যদিও সিরিয়ালে শ্রীতমা ঋত্বিকের শালীর চরিত্রে অভিনয় করছেন।
ইদানিং সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে ছবি দিতে দেখলেই নেটিজেনদের মনের মধ্যে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন। সকলেই জানতে চাইছেন উর্মিকে ছেড়ে টুকাইবাবু কি নতুন প্রেমে পড়লেন? কিন্তু আসল সত্যিটা কি? সম্প্রতি তা জানতেই আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ সোমরাজ অভিনেতা ঋত্বিক মুখার্জির সাথে।
অভিনেত্রী শ্রীতমার সাথে প্রেমের গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হতেই এদিন ঋত্বিকের সপাট জবাব ‘আমরা কোনও কিছু ভেবে ছবি দিইনি। এমনিই ছবি পোস্ট করেছিলাম। তার পিছনে অন্য কোনও কারণ ছিল না। আমরা প্রেম করছি না। মাত্র কয়েক দিনের আলাপ। দর্শকের মন চাইলে তাঁরা যা ইচ্ছে ভাবতেই পারেন। তবে বলতে পারি যে আমরা প্রেম করছি না’।