• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাগের মাঝেই লুকিয়ে ফুটন্ত ভালোবাসা! ফাঁস সোমরাজ তিতিরের ‘খাট ভাঙা’ ফুলশয্যার ভিডিও

Published on:

Mon Dite Chai Somraj Titir breaks Bed while flowerbed video gets viral on social media

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল গুলির মধ্যে অন্যতম ‘মন দিতে চাই’তে (Mon Dite Chai)। টেলিভিশনের পর্দায় বয়স বেশিদিন না হলেও দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা নায়ক-নায়িকা সোমরাজ আর তিতিরের মিষ্টি প্রেমের গল্প একেবারে জমে ক্ষীর।

ধারাবাহিকে বড়লোক ব্যবসায়ী সোমরাজ ব্যানার্জীর (Somraj Banerjee) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। আর তাঁর বিপরীতে তিতির (Titir) চরিত্রে অভিনয় করছেন ‘আয় তবে সহচরী’ খ্যাত বরফি অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Haldar)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মন দিতে চাই,Mon Dite Chai,তিতির,Titir,সোমরাজ,Somraj,ফুলশয্যা,Flower Bed,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত এখনকার দিনের যে কোন সিরিয়ালে বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার ফলে এই বিয়েকে  কেন্দ্র করেই রাতারাতি ওলট-পালট হয়ে যেতে পারে টিআরপি তালিকা নাম্বারও। তাই দর্শকদের চমক দিতে সবসময়ই নির্মাতারা চেষ্টা করেন স্বাভাবিক সুস্থ বিয়ে নয় বরং একটু অতিরঞ্জিত হাইভোল্টেজ ড্রামার বিয়ে দেখানোর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মন দিতে চাই,Mon Dite Chai,তিতির,Titir,সোমরাজ,Somraj,ফুলশয্যা,Flower Bed,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই ইতিপূর্বে দর্শক দেখেছেন উড়ন্ত সিঁদুর উড়ন্ত মালা কিম্বা উড়ন্ত গায়ে হলুদের পর্ব। এবার বিয়েতে এমন আজগুবি ঘটনা দেখে দর্শক বিরক্ত হওয়ায়। নতুনত্ব এসেছে ফুলশয্যা পর্বে। এখন বেশিরভাগ ধারাবাহিকে দেখা যাচ্ছে কোন এক পরিইস্থিতির শিকার হয়ে নায়ক-নায়িকা দুজনেই ফুলশয্যার রাতে খাটের ওপরে আচমকা পড়ে যাচ্ছে এবং তাতেই ভেঙে পড়ছে খাট।

তাই রসিকতা করে দর্শকরা বলতে শুরু করেছেন এখনকার সিরিয়ালে ফুলশয্যার রাতে খাট ভাঙাটাই ট্রেন্ড। প্রসঙ্গত এই ধারাবাহিকের গত পর্বেই দর্শক দেখেছেন ফুলশয্যার রাতে সোমরাজ তিতিরকে একটা হীরের  আংটি দেয়।  যা দেখে তিতির ভীষণ খুশি হয়। তাই ইচ্ছা করেই সোমরাজ বলতে থাকে এই আংটি দিতে হয় তাই সে দিয়েছে। এতেই রেগে গিয়ে তিতিরও জলের বালতি এনে সোমরাজের পা ধোয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মন দিতে চাই,Mon Dite Chai,তিতির,Titir,সোমরাজ,Somraj,ফুলশয্যা,Flower Bed,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তখন সোমরাজও তিতিরের পা ধোয়াতে উঠে পড়ে লাগে। কিন্তু ততক্ষণে ঘরের মেঝেতে জল পড়ে একাকার হয়ে যায়। আর সেই জলেই ওপর দিয়েই টম অ্যান্ড জেরির মতো দৌড়াদৌড়ি করে ধরাধরি করতে গিয়ে পা পিছলে খাটের ওপরে দড়াম করে পড়ে যায় সোমরাজ  তিতির। আর এইভাবেই ফুলশয্যার রাতে খাট ভেঙে যাওয়ায় এই পর্ব দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥