• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মম টু বি কারিনার চেহারায় ফুটে উঠছে বেবি গ্লো, শুটিং ফ্লোরে স্টাইলিশ রূপে হাজির অভিনেত্রী

বলিউড (Bollywood) ডিভা কারিনা কাপুর (Kareena Kapoor), অনেকে তাকে ‘বেবো’ নামেও চেনেন। স্বামী সাইফ আলী খান (Saif Ali Khan) ও তৈমুরকে (Taimur) নিয়ে কারিনার সুখের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। অভিনেত্রী বর্তমানে গর্ভবতী, এই নিয়ে দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সম্পম মাস চলছে তার প্রেগনেন্সির। কিন্তু, প্রেগনেন্সির কারণে নিজের কাজ বন্ধ রাখেননি অভিনেত্রী। মা হবার আনন্দের পাশাপাশি নিজের কাজও চালিয়ে যাচ্ছেন বেবো।

   

অভিনেত্রীর পঞ্চম মাসের প্রেগনেন্সি চলা কালীন নিজের একটি সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। সেই ছবিতেও স্পষ্ট ছিল অভিনেত্রীর বেবি গ্লো। আসলে কারিনা এমনিতেই সুন্দরী তার ওপরে মম টু বি কারিনার বেবি গ্লো যোগ হয়ে অভিনেত্রীকে আরো সুন্দরী করে তুলেছে।

অভিনেত্রী সম্প্রতি তার ২৪ দিনের ছুটি কাটিয়ে মুম্বাইতে ফায়ার এসেছেন। হিমাচল প্রদেশে ছিলেন অভিনেত্রী, সাথে ছিলেন স্বামী সাইফ আলী খান ও প্রথম সন্তান তৈমুর।

অভিনেত্রী তো বটেই অভিনেত্রীর স্বামী সাইফ আলী খানও গর্ভবতী স্ত্রীর প্রতি যত্নশীল। বাড়ির বাইরে যাবার প্রয়োজন পড়লে সাইফ সর্বদা কারিনার সাথে থাকছেন। এমনকি শুটিংয়ে যাবার হলেই সাথে থাকেন সাইফ আলী খান।

অভিনেত্রী নিজের বেবি বাম্পের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন কিছুদিন আগেই। ছবিতে পিঙ্ক কালারের বিকিনিতে উন্মুক্ত ভাবেই দেখিয়েছেন নিজের বেবি বাম্প। আস্থে অভিনেত্রীর চেহারায় স্পষ্ট ছিল বেবি গ্লো।

অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছে নতুন ধরণের স্টাইলিশ লুকে। অভিনেত্রীর নতুন এই লুকে দেখা যাচ্ছে একটি কমলা রঙের প্রিন্টেড পোশাক পরে আছেন অভিনেত্রী। যার মধ্যে দিয়ে  স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প।

প্রসঙ্গত, ২০১৬ তে অভিনেত্রী যখন প্রথমবার গর্ভবতী হন তখন তাকে বিভিন্ন জায়গায় বার বার জিজ্ঞাসা করে হয়েছিল একটি কথা। কথাটি হল এই যে তিনি ছেলে চান নাকি মেয়ে!তখন অভিনেত্রী বলেছিলেন যে তিনি একটি মেয়ে সন্তান চান। যদিও প্রথমবার অভিনেত্রী ছেলে তৈমুরকে জন্ম দিয়েছিলেন।

প্রথমবার গর্ভবতী হবার সময় অভিনেত্রীর ওজন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল। এই কথাটি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন। তবে, এবার সেই ভুল আর করছেন না। নিয়মিত এক্সসারসাইজ করছেন নিজেকে হেলদি ও ফিট রাখার জন্য।