• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা আমার সাথে কাজ করতে রাজী নয়! অমৃতা সিং-কে নিয়ে মুখ খুললেন সইফ কন্যা সারা

বর্তমানে বলিউডের পতৌদি পরিবারের অন্যতম যোগ্য উত্তরসূরি হলেন সারা আলি খান (Sara Ali Khan)। তিনি হলেন এই পরিবারের বড় সন্তান। ছোট নবাব বলে পরিচিত সইফ আলি খান (Saif Ali Khan), এবং তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) মেয়ে সারা। যদিও অমৃতার সাথে সইফের বিচ্ছেদ হয়েছে বহুদিন হল। এখন সইফ এবং অমৃতা দুজনেই দুজনের জীবনে আলাদাভাবে প্রতিষ্ঠিত।

সইফের প্রাক্তন পত্নী অমৃতা সিং -ও একসময় অভিনেত্রী ছিলেন। আর সইফ আলি খান -তো বলিউডের এই মুহুর্তের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন। আর তাদের কন্যা সারাও এই মুহুর্তে বলিউড কাঁপাচ্ছেন। ইন্ডাস্ট্রিতে প্রায় ৩ বছর রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত বাবা বা মা কারোর সাথেই পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ হয়নি সারার।

   

সারা আলি খান,অমৃতা সিং,বলিউড,সইফ আলি খান,Sara ali khan,Bollywood,saif ali khan,amrita singh

এককালে বলিউডের পাওয়ার কাপল বলে পরিচিত এই প্রাক্তন সেলিব্রেটি জুটির মেয়ে এখন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। অভিনয় জগতে পা রাখার অল্প কয়েকদিনের মধ্যেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এতদিনে একথা আর কারও জানতে বাকি নেই যে সারা হলেন ‘মাম্মাস গার্ল।’ তাই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ দিলে মেয়ের অনেক ছবিই ধরা পড়ে একসাথে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সারা জানান অমৃতা সিং-য়ের সঙ্গে একটিমাত্র বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। কিন্তু এতেই তার মনে হয়েছে মা অমৃতা তার সঙ্গে কাজই করতে চাননা। আসলে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, মায়ের সঙ্গে কোনোও ছবিতে তিনি কাজ করবেন কিনা।

সারা আলি খান,অমৃতা সিং,বলিউড,সইফ আলি খান,Sara ali khan,Bollywood,saif ali khan,amrita singh

তখনই সারা জানান, ” আমার মনে হয় মা আমার সাথে কাজই করতে চাননা। কেননা শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লেও মা কাট বলে থামিয়ে দেয়। তারপর আমার চুল ঠিক করে দেবে। আমাকে দেখতে যাতে ভালোলাগে সেই চেষ্টাই সবসময় করতে থাকে মা। আমি মা’কে এই পরিস্থিতিতে ফেলতে চাইনা। ”

অমৃতার এই প্রসঙ্গে মত, নিজের কাজে ১০০ শতাংশ দিলেই সফল হওয়া যায়। সারার জানান, “আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। সে মা হওয়ার আগে থেকেই অভিনয় করে।” তাই তার সাথে পর্দা ভাগ করতে যে কারোরই বুক কাঁপবে।