• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানও জানে ‘শঙ্খ স্যার’! গানের জগতে পা রখলেন মোহর খ্যাত প্রতীক সেন

Published on:

Mohor,Pratik Sen,Pratik Sen singing,Pratik Sen song Recording,Rana Sarkar,মোহর,শঙ্খ স্যার,প্রতীক সেন,প্রতীক সেনের গান,কী লিখি তোমায়,রানা সরকার

বাঙালি দর্শকদের মধ্যে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে বেশ। এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ‘মোহর'(Mohor) । দীর্ঘদিন ধরে চলা এই মেগা সিরিয়ালের মোহর ও ‘শঙ্খ স্যার’ (Shankha Sir) চরিত্র দর্শকদের কাছে বেশ পপুলার ছিল। তবে সিরিয়ালটি বিগত এপ্রিল মাসের শুরুতেই শেষ হয়ে গিয়েছে। সিরিয়ালের শঙ্খ স্যার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা।

অবশ্য ‘মোহর’ অভিনেতার প্রথম সিরিয়াল ছিল না। এর আগে ‘খোকাবাবু’ চরিত্রে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা। তবে শুধুই অভিনয়ের প্রতিভা নেই প্রতীক সেনের, রয়েছে আরও প্রতিভা। হ্যাঁ ভালো অভিনয়ের পাশাপাশি দারুন গানও গাইতে পারেন তিনি।

Mohor,Pratik Sen,Pratik Sen singing,Pratik Sen song Recording,Rana Sarkar,মোহর,শঙ্খ স্যার,প্রতীক সেন,প্রতীক সেনের গান,কী লিখি তোমায়,রানা সরকার

সম্প্রতি প্রথম গান রেকর্ডিং করে ফেলেছেন প্রতীক সেন। তাহলে কবে আসছে নতুন গান? কোথায় শোনা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তরও মিলেছে। আসলে আসন্ন একটি রান্নার শোয়ের জন্য টাইটেল ট্র্যাক গেয়েছেন প্রতীক সেন। কলকাতার এক ষ্টুডিওতেই হয়েছে গানের রেকর্ডিং। সুতরাং অভিনেতার পাশাপাশি এবার গায়ক হিসাবেও দেখা যাবে অভিনেতাকে।

যেমনটা জানা যাচ্ছে টলিউডের প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) প্রযোজিত একটি রান্নার শোয়ের জন্যই এই নতুন গান রেকর্ড করেছেন তিনি। প্রযোজক নিজেই ষ্টুডিওতে সেই গানের রেকর্ডিংয়ের সময়ের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভজহরি রান্না এর জন্য টাইটেল ট্র্যাক গাইছে’। অর্থাৎ নতুন রান্নার শোয়ের নাম হয়তো ‘ভজহরি রান্না’ হতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Rana Sarkar (@ranassocial)

প্রসঙ্গত, মোহর শেষ হলেও প্রতীক সেনের ভক্তদের জন্য ইতিমধ্যেই সুখবর মিলেছে। আবারও একনতুন সিরিয়ালে কামব্যাক করছেন অভিনেতা। নতুন সিরিয়ালের নাম ‘কী লিখি তোমায়’। তবে এবার আর মোহর অভিনেত্রী সোনামনি সাহার সাথে নয় বরং ‘সাঁঝের বাতি’ (Sanjher Bati) খ্যাত ‘চারু’ অভিনেত্রী  দেবচন্দ্রিমা সিংহ রায়ের সাথে জুটি বাঁধবেন তিনি। দর্শকেরা নতুন জুটিকে দেখার অপেক্ষায়  রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥