• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমার পরাণ যাহা চায়’, বাসররাতে মোহরকে বিশেষ উপহার শঙ্খর! লজ্জায় রাঙা নববধূ

Pratik Sen Sonamoni Saha in Mohor Serial

ষ্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক মোহর (Mohor) গত কয়েকদিন ধরেই টিআরপি (Trp) দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। পরপর তিনবার টিআরপি রেটিং-এ এগিয়ে স্টারজলসার মোহর। আর নিয়ম করে টিভির সামনে বসে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ধারাবাহিকের পরবর্তী টুইস্টের জন্য। ধারাবাহিকের নায়ক নায়িকা ‘মোহদীপ’ এখন দর্শককূলের বেশ পছন্দের জুটি।

কম ঝড় ঝাপটা পোহাতে হয়নি মোহদীপকে। অসংখ্য বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে চারহাত এক হল মোহর শঙ্খর। বিয়ের আগের দিন অবধিও অভিমানে গাল ফুলিয়ে ছিল মোহর। সে ভেবেই নিয়েছিল শঙ্খ স্যার বিয়ে করে নিতে চলেছে শ্রেষ্ঠা ম্যামকেই। কিন্তু ভালোবাসা তো এত ঠুনকো নয়। সব দায়িত্ব নিজে কাঁধে নিয়ে মোহরের অজান্তেই বিয়ের সমস্ত ব্যবস্থা করেছিল শঙ্খ। বিয়ের ঠিক আগে আগেই মোহর জানতে পারে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারেনা। শঙ্খ স্যারের বউ হতে চলেছে মোহরই।

অবশেষে খুশির দিনে ছাদনাতলায় এসে পৌঁছল মোহর এবং শঙ্খ। সিঁদুরদান, মালা বদল, শুভদৃষ্টি সব কিছুই হল জনসমক্ষে। বাধা বিপত্তি কাটিয়ে এখন নতুন জীবনে পদার্পণ মোহর ও শঙ্খর। বিয়েরপর বাসর রাতে স্ত্রীকে সবচেয়ে দামী উপহারটা দিল শঙ্খ। রবীন্দ্রসংগীত ‘আমার পরাণ যাহা চাই, তুমি তাই’ গেয়ে মোহরের প্রতি তার অমলিন ভালোবাসা ব্যক্ত করলেন তিনি। ইতিমধ্যেই মোহদীপের ভক্তরা বেজায় খুশি। আগামীতে এই জুটিকে সুখী দেখতে চান তারা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥