• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার শঙ্খ স্যারের কথায় মন গলল মোহরের! মেয়েদের অপমান দেখে বেজায় চটেছেন দর্শকরা

Updated on:

মোহর',Mohor,শঙ্খ স্যার,Shankha Sir,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

সিরিপ্রেমীদের কাছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম হল ‘মোহর'(Mohor)। তবে বিগত বেশ কিছুদিন ধরেই এই সিরিয়ালের টি আর পি ঠেকেছে তলানিতে। দিনের পর দিন একঘেয়ে বস্তা পচা গল্প, আর দুর্বল কনটেন্ট দেখতে দেখতে কার্যত হাঁপিয়ে উঠেছেন দর্শকরা। বারবার মোহরের প্রতি অন্যায় দেখতে দেখতে বেজায় চটেছেন দর্শকরা।

ইতিমধ্যেই প্রাইম টাইমের স্লট হারিয়ে বহুদিন আগেই দুপুরের স্লটে চলে এসেছে সিরিয়ালটি। নামী কলেজের প্রফেসরের মতো পেশার সাথে যুক্ত হয়েও শঙ্খর চরিত্রের ঠিক নেই। বাড়িতে বৌ থাকতেও তার জীবনে একের পর এক নতুন নারীর আগমনে বিরক্ত দর্শকরা। সিরিয়ালের শুরু থেকেই দেখা যাচ্ছে শঙ্খর জীবনে মোহর আসার আগে শঙ্খর জীবনে এসেছে একাধিক নারী।

মোহর',Mohor,শঙ্খ স্যার,Shankha Sir,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

তবে মোহর বারে বারে শঙ্খর মিষ্টি কথায় গলে গিয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে শঙ্খকে ক্ষমা করে দিচ্ছে। আর এখানেই আপত্তি দর্শকদের। তাদের সাফ কথা, কেন এইভাবে বারবার শঙ্খকে ক্ষমা করে দেবে। মেয়েদের অপমান করে সিরিয়ালে বারবার এমন জঘন্য ট্রাক দেখানোও লেখিকা লীনা গাঙ্গুলীর ওপরেও ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকদের একাংশ।

উল্লেখ্য শুরু টা শ্রেষ্ঠাকে দিয়ে হলেও একে একে এই শঙ্খর জীবনে এসেছে মোহর,অনুলেখা,অরুন্ধতী আর সবার শেষে এসেছে ঊর্মি (Urmi)। প্রায় প্রতি মাসেই নায়কের জীবনে নতুন নতুন নারীর আগমনে বেজায় চটেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই উর্মির বাড়িতে রাতের পর রাত কাটিয়ে এসেছে শঙ্খ। এসব দেখে মোহরের মনে হয়েছে তার প্রতি আর মন নেই শঙ্খ স্যারের।

তাই শঙ্খকে শেষমেশ ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় মোহর। ইতিমধ্যেই সিরিয়ালে দেখানো হয়েছে একটা স্কুলে চাকরি পেয়ে গিয়েছে মোহর। তাই শঙ্খ কে ছেড়ে সেই চাকরি করতে অনেক দূরে চলে যাবে মোহর। আর যাওয়ার আগে শেষবারের মতো সে শঙ্খর মা বাবার সাথে দেখা করতে আসে। আর সেখানে শঙ্খ এসে ফের একবার নিজের মিষ্টি কথায় মোহরের মন গলিয়ে দেয়। যার ফলে ফের একবার কাছাকাছি চলে আসে মোহর শঙ্খ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥