• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার মন খারাপের খবর! শেষ হচ্ছে মোহর, অন্তিম পর্বের শুটিংয়ে স্মরণ প্রয়াত অভিষেক চ্যাটার্জীকে

অভিষেক চ্যাটার্জীর (Abhishek Chatterjee) অকাল প্রয়াণে গভীর শোকাহত গোটা বিনোদন জগত। একসপ্তাহ হয়ে গেলেও অগণিত ভক্ত থেকে শুরু করে একাধিক সহকর্মী কেউই যেন বিশ্বাস করতে পারছেন না অভিষেক আর আমাদের মধ্যে নেই। মৃত্যুর আগে স্টার জলসার দু’দুটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। যার মধ্যে একটি ‘খড়কুটো’ এবং অপরটি ‘মোহর’ (Mohor)। এই মোহর সিরিয়ালে নায়ক শঙ্খর বাবা আদি স্যারের চরিত্রে অভিনয় করছিলেন তিনি।

এমনিতে বিগত বেশ কয়েকদিন ধরেই ‘মোহর’ শেষ হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল, আর এবার সূত্রের খবর অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর দিন কয়েকের মধ্যেই পাকাপাকিভাবে এই সিরিয়াল শেষ করবার সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই নাকি টেলিভিশনের পর্দায় আর দেখা যাবে না মোহর। আগামী ৩রা এপ্রিল সম্প্রচারিত হবে সিরিয়ালের শেষ পর্ব।

   

অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,মোহর,Mohor,Last Shoot,শেষ শুটিং,Tribute,স্মরণ

গতকাল অর্থাৎ বুধবারই সম্পন্ন হয়েছে সিরিয়ালের শেষ দিনের শুটিং। উল্লেখ্য প্রায় তিন বছর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে প্রথম শুরু হয়েছিল এই সিরিয়াল। তাই সেদিক দিয়ে দেখতে সাম্প্রতিক কালের সিরিয়াল গুলির মধ্যে এটি অন্যতম পুরনো একটি সিরিয়াল। জলপাইগুড়ির এক মেয়ের বিয়ের মন্ডপ ছেড়ে শুধুমাত্র পড়াশোনা করার জন্য শহরে আসার গল্প নিয়ে শুরু হয়েছিল লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক।

অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,মোহর,Mohor,Last Shoot,শেষ শুটিং,Tribute,স্মরণ

শুরুর দিকে যদিও সিরিয়ালের টিআরপি রেটিং একেবারেই ভালো ছিল না। সেই অবস্থা থেকে ধীরে ধীরে উঠে আসে মোহর। পরের দিকে অর্থাৎ ২০২০ সালের অনেকটা সময় ধরে টিআরপিতে রাজত্ব ছিল মোহরের। ১২.১ রেটিং পয়েন্ট নিয়ে বেঙ্গল টপারও হয়েছে মোহর। পরে ফের টিআরপি তলানিতে ঠেলে ধারাবাহিকটির ভাগ্য বদলাতে শুরু করে। ক্রমশ পতন হতে থাকে রেটিংয়ে। এরপর চ্যানেল কর্তৃপক্ষ সটান দুপুরের স্লট দেয় মোহরকে। যদিও দুপুরের স্লটে রমরমিয়ে প্রায় এক বছর চলল মোহর

অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,মোহর,Mohor,Last Shoot,শেষ শুটিং,Tribute,স্মরণ

সদ্য অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর সিরিয়ালেও প্রিয় আদি স্যারকে মৃত দেখানো হয়েছে। এরপরেই সিরিয়াল শেষের খবর পেয়ে ভক্তরাই বলেছেন ‘নির্মাতারা ভালোই করেছেন, আদিদেব চরিত্রটিতে অন্য কাউকে দেখবার চেয়ে সিরিয়াল শেষ হওয়াই ভালো’। মোহরের শেষ দিনের শুটিংয়ে সমস্ত কলাকুশলীরাও মনে রেখেছিলেন প্রয়াত অভিনেতা কে। ছবি তে দেখা যায় অভিষেক চ্যাটার্জীর ছবিতে ঝুলছে মালা, ছবির দু’পাশে রজনীগন্ধার স্টিক।