• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোহর’ সিরিয়ালে নতুন প্রেমের মরশুম! শেষমেশ নায়িকার বান্ধবীর প্রেমে মজলেন এসিপি স্যার

Published on:

Mohor Serial SP sir in love with mohor's friend

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’ (Mohor)। সিরিয়ালে শুরু হতে চলেছে নতুন প্রেমের মরশুম। তবে এই নতুন প্রেমের গল্পের নায়ক নায়িকা মোহদীপ জুটি নয়। কারণ কথা হচ্ছে সিরিয়ালের অন্যতম প্রিয় চরিত্র এসিপি আহির স্যার কে নিয়ে। সিরিয়ালে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে মোহরের শত্রু শ্রেষ্ঠা ম্যামের থেকে গোপন তথ্য জানার জন্য তাঁর ভালোবাসার ফাঁদ পেতেছেন। নাটক এতটাই জমে উঠেছে যে একেক সময় মোহরও আহির স্যারের আচরণ দেখে অবাক হয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই আহির স্যার তাঁর হবু বউ শ্রেষ্ঠা কে বুঝিয়েছেন সত্যিকারের কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না। কিন্তু মোহরের প্রতি শ্রেষ্ঠার প্রতিশোধ স্পৃহা এতটাই প্রবল যে হবু বরের সামনেই গড়গড়িয়ে মোহরকে পুড়িয়ে মারার প্ল্যান ফাঁস করেছে সে। আর গোটা বক্তব্য টাই আগে থেকেই রেকর্ড করে নিয়েছেন অভিজ্ঞ এসিপি আহির স্যার।

Mohor Serial SP sir in love with mohor's friend

এসবের মধ্যেই সিরিয়ালের বৃহস্পতিবারের এপিসোডে ইঙ্গিত মিলেছে নতুন টুইস্টের। দেখা শ্রেষ্ঠা ম্যাম নন মোহরের বান্ধবী শাশ্বতীর (Saswati) প্রেমে হাবুডুবু খাচ্ছেন এসিপি স্যার। অন্তত তাঁদের কয়েক মুহূর্তের কথোপকথনে ইঙ্গিত মিলেছে তেমনটাই। সিরিয়ালে মোহর শঙ্খের বিবাহবার্ষিকী উপলক্ষে চলছে অনুষ্ঠান। সেখানেই শ্রেষ্ঠা ম্যাম ছাড়াও এসে উপস্থিত হয়েছে মোহরের বান্ধবী। সেই অনুষ্ঠান চলাকালীনই দেখা যায় শ্বাশ্বতীকে ফোন করে আচমকাই ডেকে পাঠিয়েছেন আহির স্যার।

Mohor Serial SP sir in love with mohor's friend

কিন্তু ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যায় শ্বাশ্বতী। কৌতূহল চেপে রাখতে না পেরে সে জিজ্ঞেস করে ফেলেই শ্রেষ্ঠা ম্যাম থাকতে মোহর-শঙ্খের বিবাহবার্ষিকীর উপহার নিয়ে তাঁর মতামত কেন জানতে চাইছেন তিনি।শ্রেষ্ঠা ম্যামই তাঁর হবু স্ত্রী এমন কথা নাকি চারপাশের সবার কাছে শুনেছে শাশ্বতী।

একথা জানাতে পেরেই এসিপি স্যার পাল্টা বলেন, ‘আমরা যা দেখি, যা শুনি সেগুলো কি সবসময় সত্যি হয়? না সেগুলো মেলে?’ একথা শুনেই হাসতে হাসতেই শাশ্বতী বলেন- ‘না, মিললেই ভালো’। এ পর্যন্ত দেখেই কৌতূহলী দর্শক মনে প্রশ্ন জাগছে তাহলে কি এবার শ্রেষ্ঠা ম্যাম কে ছেড়ে শাশ্বতীর সাথেই বিয়ের পিঁড়িতে বসবেন আহির স্যার। বলা যায় না তাছাড়া স্বয়ং এসিপি স্যারের কথা অনুযায়ী ‘মানুষ প্রেমে পড়ে, প্রেম হয় না।’ বাকিটা সময় বলবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥